পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/১৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(2थं प्र्थक्षै ১৭৩ ইংলণ্ডের রাজশক্তি এবং প্ৰজাশক্তি আত্মরক্ষার যথাযোগ্য আয়োজন করিতে বাধ্য হইল, এবং সৰ্ব্বত্র এক অশান্তিপূর্ণ আশঙ্কা ও উদ্বেগ সকলকে একমতাবলম্বী করিয়া তুলিল। এই সুত্রে ইংলণ্ড এক নবশক্তি জাগরিত হইয়া উঠিল, তাহা আত্মশক্তির উপর নির্ভর করিতে শিখাইয়া ইংলণ্ডকে তাহার ভৌগোলিক ক্ষুদ্রতা বিস্মৃত হইবার পথ প্ৰদৰ্শন করিল। সকলেই বুঝিতে পারিল,-আত্ম-ক্তির উপর নির্ভর করিতে সাহস না পাইলে ইংলণ্ডকে সকলের পশ্চাতে পড়িয়া থাকিতে হইবে । নাবিকগণ জলপথ রক্ষার জন্য, নাগরিকগণ সমুদ্রতীর রক্ষার্থ, দেশের সকল শক্তি একত্র মিলিত করিয়া আত্মরক্ষার আয়োজন করিতে বাধ্য হইল । ঐ আসিতেছে-ঐ আসিল-সৰ্ব্বত্র এই রব এক আতঙ্কের সৃষ্টি করিয়াছিল ; আরমান্ডানৌবাহিনীর রণপোতগুলি যে ইংলণ্ডের পক্ষে অপরাজেয়, এইরূপ একটি অতিরঞ্জিত ধারণ ইংলণ্ডকে অধিক আকুল করিয়া তুলিল। কিন্তু আরমাডা অৰ্দ্ধপথেই ছত্ৰভঙ্গ হইয়া গেল ; ঝটিক-বেগ সহ্যু করিতে না পারিয়া সে নৌবাহিনীর অনেক রণতরুণী সমুদ্রগর্ভে নিমজ্জিত হইল ; অনেক রণতরণী বিপৰ্য্যপ্ত হইয়া পড়িল ; ফলে ইংলণ্ড জয় করা দূরে থাকুক, ইংলণ্ডের উপকূল পৰ্য্যন্ত অগ্রসর হইবার জন্যও চেষ্টা না করিয়া, “আরমান্ডা’ স্বদেশে প্ৰস্থান করিতেই বাধ্য হইল। এই সুত্রে ইংলণ্ড অকুতোভয় হইল। তাহাই ইংলণ্ডের বিজয় লাভ । এতদিন ইংরাজের পোপের শাসনলিপির মৰ্য্যাদা রক্ষা করিয়া, ভারত-বাণিজ্যের পৃথক পথের সন্ধান-চেষ্টায় শক্তিক্ষয় করিতেছিলেন । এখন পোপের শাসনলিপি লঙ্ঘন করিবার প্রয়োজন অনুভূত হইল। তাহা অনুদার,- তাহা পক্ষপাতদুষ্ট,--তাহা স্বাধীন বাণিজ্যের গতিরোধক,-তাহা অসমীচীন,-এবং কাহারও কাহারও বিবেচনায় তাহা পোপের অনধিকার-চৰ্চা বলিয়া প্ৰতিভাত হইল। এতদিন খৃষ্টান