পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বসোরা ও বোগদাদ ইতিহাস উদ্ভাসিত করিয়া তুলিয়াছিল। আরবের অনুর্বর মরুভূমির মধ্যে জন্মলাভ করিয়া, এই শক্তি যখন দিগ্ধিজয়ে বহির্গত হয়, তখন ভারতীয় পুরাতন বাণিজ্য-পথ। ইসলামের অধিকারভুক্ত হইতে বিলম্ব হয় নাই । * ইসলাম যাহাদিগকে ধৰ্ম্মদীক্ষায় দলভুক্ত করিয়া, দিগ্বিজয়ে বহির্গত হইয়াছিল, তাহারা কেবল অসিহস্তে ধরাতল রুধিরাক্ত করিয়াই জীবনযাপন করে নাই । তাহারা পূৰ্ব্বেও বাণিজ্য করিত, পরেও বাণিজ্য করিতে বিস্মৃত হয় নাই। মুসলমান খলিফাগণের বসোরা, বোগদাদ প্রভৃতি বাণিজ্যপ্ৰধান স্থান এইরূপেই জগদ্বিখ্যাত হইয়া উঠিয়াছিল। খৃষ্টীয় সপ্তম শতাব্দীর প্রাব্লন্তে খলিফা ওমরের সংস্থাপিত বসোব্ল নগরী, এবং খৃষ্টীয় অষ্টম শতাব্দীর মধ্যভাগে খলিফা অল মানশুরের বোগদাদ নগরী ভারতীয় স্থল-বাণিজ্য-পথের প্রধান কেন্দ্ৰস্থলে পরিণত হইয়াছিল । । জলপথে যে সকল পণ্যদ্রব্য ভারতবিষ হইতে পারস্যোপসাগর দিয়! এক সময়ে “কালিদীয় পথে” পশ্চিমাঞ্চলে ব্যাপ্ত হইয়া পড়িত, বসেরা নগরী তাহারই ঐশ্বৰ্য্যাগকেৰ ক্ৰমশঃ স্মৃফীত হইতে লাগিল । ইউরোপ যাহা কিছু ভারতীয় পণ্যদ্রব্য প্রাপ্ত হইত, তাহা ইসলামের

  • When tine plan et of the Youslin faith rose, and the bright effulgence if the Muslim sun silone on the East and the West, gradially the countries of Hindustan aid the Daklain were recepient of the rays of the noon of the Mahonetian faith, and Muslims continenced visiting those countries.-Aiyas-us-Salatin,

... 399. t Thc Saracer .\rabs, who under the conquering impulse of Islam next seized the countries of the Indo-Syrian route, soon realised its value. They were a trading inct less than a fighting race, aid Bussorah and Bagdad under the Caliphs became the opulent lieacl-quarters of the Indian trade.–Hunter’s History of British naia, vol. I. p. 29.