পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সেকালের এসিয়া RN0 করিবার চেষ্টা প্ৰবৰ্ত্তিত হইবার সময়ে, আর এক দল অনুসন্ধাননিপুণ পরিব্রাজক ভূমধ্যসাগরপথে মিশরদেশে উপনীত হইয়া, তথা হইতে সিরিয়ার বাণিজ্য-পথের অনুসন্ধান করিবার জন্য যত্ন করিতে প্ৰবৃত্ত হইয়াছিলেন । খৃষ্টীয় ত্রয়োদশ হইতে পঞ্চদশ শতাব্দী পৰ্যন্ত এইরূপে বিবিধ উপায়ে স্থল-বাণিজ্য-পথের সন্ধানচেষ্টা পরিচালিত হইবার প্রমাণ

  • ॐ शु'&ं । ।

কোন অভিনব তত্ত্বের আবিষ্কাব সাধন করিতে হইলে, পরিণামে সৰ্ব্বথা সফলকাম হইবার মূলসূত্ৰ অধ্যবসায়। তাহ বিচারবুদ্ধির আশ্রয় গ্ৰহণ করিলে, কালে কাম্যফল প্ৰদান করিয়া, সকল শ্রম সফল করিয়া থাকে । পৃথিবীর ইতিহাসে ইহার উদাহরণের অভাব নাই । ইউরোপ যে অকুতোভয়ে, অপরাজিত অধ্যবসায়ে ভারত-বাণিজ্য-পথের সন্ধানচেষ্টায় তিন শত বৎসর অক্লান্ত-চারণে এসিয়ার মরুগিরি ও মহারণ্যে বিচরণ করিয়া গলদঘৰ্ম্ম হইয়াছিল, তাহাতে সন্দেহ নাই। কিন্তু সে অধ্যবসায় বিচারবুদ্ধির আশ্রয় গ্ৰহণ করায়, অল্পদিনের মধ্যেই ইউরোপ বুঝিয়াছিল, - স্থলপথে সিদ্ধ।কাম হইবার সম্ভাবনা নাই । তখনও বাষ্প-যান প্রচলিত হয় নাই । তখনও লৌহবাত্ম পৃথিবীর পূৰ্ব্বপশ্চিমকে অনায়াস-গম্য করিয়া, কৌতুহল-প্রিয় ভুবন ভ্রমণশীল বলাসিবর্গের বিলাসক্ষেত্রে সমগ্ৰ এসিয়াকে উৎসর্গ করিবার কৌশল ইউরোপের অধিগত করিয়া দেয় নাই । সে দিন ইউরোপের শ্বেতচৰ্ম্ম ও রক্তনেত্র, এদিয়াবাসীকে সভয়ে সন্ত্রস্তচরণে দূরে সরিয়া দাড়াইয়া সমুচিত সমাদর প্রদর্শনের শিষ্টাচার শিক্ষায় মনুষ্যত্বহীন করিয়া, দৃষ্টিমাত্রে দিগ্বিজয়সাধনের অব্যৰ্থ কৌশল উদ্ভাবিত করিতে সমর্থ হয় নাই । সে দিন বড় কঠিন দিন বলিয়াই পরিচিত ছিল। তখন বৌদ্ধপ্রভাব এবং সৌজন্য-সদাচার তিরোহিত হইয়াছিল। তখন কৃষক তাহার হলফলক এলইয়া তরবারি। নিৰ্ম্মাণ করিত ;-এসিয়া তাহার পুরাতন প্ৰফুল্লবদন