পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

V8 ফিরিঙ্গি বণিকৃ চতুর্দিকে সাগর জলরাশির অস্তিত্বের পরিচয় প্রাপ্ত হইয়া, পূৰ্ব্বসাগর হইতে পশ্চিম সাগরপথে-ভূমধ্যসাগরে উপনীত হইবার সম্ভাবনায় কোনরূপ সংশয় প্রকাশ না করিয়া, অভিনব জলবাণিজ্যপথের সন্ধান-চেষ্টায়ু প্ৰবৃত্ত হইয়াছিল। ভারতীয় পণ্যদ্রব্যের বাণিজ্য-ব্যাপারে ফিনিসীয় বণিশ্বর্গের প্রাধান্য লুপ্ত করিয়া, মিশরের প্রাধান্য সংস্থাপনের প্রবল প্ৰলোভন, মিশরের রাজা-প্ৰজা সকল শ্রেণীর লোকের পক্ষেই, নূতন জলবাণিজ্যপথ আবিষ্কৃত করিবার জন্য আগ্রহের কারণ হইয়া উঠিয়াছিল । খৃষ্টাবির্ভাবের বহুপূৰ্ব্বে মিশরাধিপতি ইতিহাসবিখ্যাত ফ্যারাও নিকো লোহিতসাগর হইতে একদল নাবিক প্রেরণ করেন । তাহার লোহিত্যসাগর হইতে ভারতসাগর, তথা হইতে আটলাণ্টিক সাগর, এবং তথা হইতে ভূমধ্যসাগর অতিক্রম করিয়া, পুনরায় মিশরদেশে প্ৰত্যাবৰ্ত্তন করে। ইহাতে তিন বৎসর অতিবাহিত হইয়া যায়। সেকালের গঠনকৌশলহীন ও চালানকৌশলহীন ক্ষুদ্রকায় অর্ণবপোতের পক্ষে ইহা অপেক্ষ অল্পকালে আফ্রিকা প্ৰদক্ষিণ করিবার সন্তাবনা না থাকায়, নূতন জলবাণিজ্যপথের সন্ধান লাভ করিয়াও, মিশরাধিপতি তদুৱা উপকার লাভ করিতে পারিলেন না। নাবিকগণ স্বদেশে প্ৰত্যাবৰ্ত্তন করিয়া, এক অলৌকিক কাহিনীর কীৰ্ত্তন করিতে লাগিল । তাহাদের সুদীর্ঘ সমুদ্রযাত্রার প্রথমভাগে, সুৰ্য্যদেব বাম দিক হইতে উদিত হইতেন ; শেষভাগে, সেই সুৰ্য্যদেব দক্ষিণ দিক্‌ হইতে উদিত হইতেন । নাবিকগণ ইহা স্বচক্ষে দর্শন করিয়া আসিয়াছিল। কিন্তু DOBYDBDDSDS Y DE DBuSuDBB BDBB KB DS DBDDBBD পূৰ্ব্বোেপকূলের সমুদ্রপথে মিশর হইতে দক্ষিণাভিমুখে পোতচালনা করিবার সময়ে, সুৰ্য্যদেবের বাম দিক হইতে উদিত হইবার কথা । আফ্রিকার পশ্চিমোপকূলের সমুদ্রপথে উত্তরাভিমুখে পোতচালনা