পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফিরিঙ্গি বণিক তাড়িত করা সহজ হইত না । কিন্তু ইসলাম-প্ৰতিভা সে পথে পরিচালিত হয় নাই। তাহা কেবল বিষুব-রেখার উত্তরপার্থের জলস্থল লইয়াই পরিতৃপ্ত ছিল। ইউরোপের এই পুরাতন ভ্ৰান্ত সংস্কার সহসা দূরীভূত হয় নাই। ইহার জন্য যেরূপ আত্মত্যাগ ও লাঞ্ছনা গঞ্জনা সহ্য করিতে হইয়াছে, তাহা ইউরোপের ইতিহাসে সুপরিচিত হইয়া রহিয়াছে। যাহার অদম্য উৎসাহ, অবিচলিত অধ্যবসায় ও অপরাজিত আত্মত্যাগ ইউরোপের এই চিরসঞ্চিত ভ্ৰান্ত-সংস্কার দূরীভূত করিয়া, মহাসাগরপারের বিবিধ অভিনব রাজ্যে ইউরোপীয় অধিকার-বিস্তারের পথ প্ৰদর্শন করিয়াছিল, তিনি আধুনিক ইউরোপের নবজীবনদাতা। তাহার কথা ইউরোপের ইতিহাসে স্বৰ্ণ ক্ষরে লিখিত হইয়া রহিয়াছে। তঁহার জীবনকাহিনী ইউরোপের দেশে দেশে প্রচারিত হইয়াছে। তঁহার পবিত্র সমাধি-ক্ষেত্র ইউরোপের পুণ্যতীর্থে পরিণত হইয়াছে। তঁহার নাম রাজকুমার হেনরী। তিনি নাবিক-রাজ বলিয়াই সুপরিচিত।