পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

容● ফিরিঙ্গি বণিক বিজয় সুসম্পন্ন হইলেও, এই ধৰ্ম্মোন্মাদ সহসা বিলুপ্ত হইতে পারে নাই । নিকটের মুসলমান বিজিত হইলে, দুরের মুসলমানকে জয় করিবার জন্য, এবং মুসলমানের অনধিকৃত রাজ্যে খৃষ্টধৰ্ম্মের সুসমাচার প্রচার করিবার জন্য, বহুকাল পৰ্য্যন্ত প্ৰবল উৎসাহ প্ৰকাশিত হইয়াছিল। রাজা প্ৰজা সকলেই তাহার জন্য অর্থ দান করিতেন ; বীরপুরুষগণ আহ্রত হইবামাত্ৰ ধৰ্ম্মযুদ্ধে জীবন-বিসর্জন করিবার জন্য সগৰ্ব্বে ধাবিত হইতেন ; কখন বা নিতান্ত তুচ্ছ কারণে যুদ্ধ কলহের সৃষ্টি করিয়া, জীবনমুক্তিলাভের সহজ পথ প্ৰস্তুত করিবার জন্য ব্যাকুলতা-প্রদর্শন করিতেন ! 途 তৎকালে স্পেন-পর্তুগালের অপর পারে আফ্রিকার উপকূলে মুসলমানরাজ্য প্রতিষ্ঠিত ছিল। ভূমধ্যসাগরেও মুসলমান-রণতরণী জলপথে আধিপত্য বিস্তার কারিত। মুসলমান-বিদ্বেষ যেমন স্থলপথে ধৰ্ম্মযুদ্ধে জীবন-বিসর্জন করি বাস্ত্ৰ জন্য ইউরোপকে উত্তেজিত করিয়াছিল, সেইরূপ জলপথেও রণতরুণী সজ্জীভূত করিবার প্রয়োজন প্ৰকাশিত করিয়াছিল। পর্তুগাল অল্পদিনের মধ্যে জলপথেও প্রবল হইবার জন্য ব্যাকুল হইয়া উঠিল । খৃষ্টীয় ত্রয়োদশ শতাব্দীর শেষভাগে পৰ্ত্তগালের প্রথম রণতরণী নিৰ্ম্মিত হইল । ইউরোপীয় জনপদ নিচয়ের মধ্যে নিতান্ত ক্ষুদ্র হইয়াও, পর্তুগাল এইরূপে বৃহৎ বিজয় গোয়বDBBYJY BDD DBDD DB DBDS ইংরাজ ইতিহাসলেখকগণ পর্তুগালের এই অসাধারণ কৃতিত্ব লাভের ইতিহাস অধ্যয়ন করিয়া, তাহার মূলে ইংলণ্ডের প্রভাব থাকা ব্যক্তি করিবার জন্য, নানা ঐতিহাসিক কারণ-পরম্পরার উল্লেখ করিতে প্ৰবৃত্ত হইয়াছেন । ইংলেণ্ডের ধৰ্ম্মবীরগণ কখন কখন পথিমধ্যে বিশ্রামলাভার্থ কিছুক্ষণের জন্য পর্তুগালে অবতীর্ণ হইতেন ; তাহারা কখন বা ধনুৰ্ব্বাণহস্তে পৰ্ত্ত গালের প্রজাবৃন্দের পক্ষাবলম্বন করিয়া, মুসলমানের