পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অনুসন্ধান-চেষ্টা & ዓ কাৰ্য্যে প্ৰবৃত্ত হইবার জন্য কোভিলহাম এবং পয়ভা নামক দুইজন স্থলপৰ্য্যটকও বহির্গত হইয়াছিলেন । ডায়া যখন দক্ষিণ সাগরপথে পোতচালনা করেন, এই দুই স্থলপৰ্য্যটক তখন লোহিতসাগরতীরের এন্ডেন বন্দরে উপনীত হইয়াছিলেন । কোভিলহাম তথা হইতে আরবীয় অর্ণবপোতে আরোহণ করিয়া ভারতঘাত্ৰা করিলেন ;-তাহার সহচর, প্রেষ্টার জনের উদ্দেশে, আবিসিরিয়াভিমুখে প্ৰস্থান করিলেন। কোভিলহাম ভারতবর্যের পশ্চিমোপিকুলের বিবিধ বন্দর পরিদর্শন করিয়া, তাহা হইতে আফ্রিকার পূৰ্ব্বোেপকূলের সোফালা বন্দরে উপনীত হইলেন । সোফালা হইতে মাদাগাস্কর দ্বীপ অতিক্রমণ করিয়া ভারতবর্ষে আসিবার সুপরিচিত সমুদ্রপথ এইরূপে কোভিলহামের প্রত্যক্ষগোচর হয়। তিনি বুঝিলেন,-আফ্রিকার দক্ষিণ সীমা অতিক্রম করিয়া সোফালা বন্দরে উপনীত হইতে যাহা কিছু বিলম্ব ; নচেৎ ভারতবর্ষের পথ আবিষ্কৃত হইয়া গিয়াছে ! এই সুসমাচার বহন করিয়া কোভিলহাম স্বদেশে প্ৰত্যাবৰ্ত্তন করিবার আশায় মিশরে আসিয়া সহচরের মৃত্যুসংবাদ প্ৰাপ্ত হইলেন ! কোভিলহামের স্বদেশীযাত্ৰা নিবুস্ত হইয়া গেল । তিনি সমস্ত সমাচার লিপিবদ্ধ করিয়া স্বদেশে প্রেরণ করিলেন, এবং আবিসিনিয়া গমন করিবার জন্য পুনরায় পূৰ্ব্বাভিমুখে ধাবিত হইলেন। কোভিলহাম আবিসিনিয়া-রাজ্যে বিবাহ করিয়া, তাদেশেই মানবলীলা সংবরণ করিয়াছিলেন । নচেৎ তিনি ইউরোপে উপনীত হইয়া, আবিষ্কৰ্ত্তা নামে সুপরিচিত হইতে পাব্লিতেন । কোভিলহামের ভ্রমণকাহিনী ইউরোপে উপনীত হইবার পূর্বেই নাবিক বর ডায়া স্বদেশে প্রত্যাবৃত্ত হইলেন । তিনি অকুতোভয়ে দক্ষিণাভিমুখে পোতচালনা করিতে করিতে আফ্রিকার দক্ষিণসীমাসংলগ্ন সমুদ্রপথে উপনীত হইয়া, প্ৰবল ঝটিকায় বিপৰ্য্যস্ত হইয়াছিলেন । র্তাহার অর্ণবপোত সে ঝটিকাবেগ সহ করিতে না পারিয়া, বহুদূরে