পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ख्ठाठूख्5-श्tद्धा তাহারা ধৰ্ম্মের নামে অধৰ্ম্মাচরণ করিতেও কুষ্ঠিত হইত না । একমাত্র অদম্য অধ্যবসায় না থাকিলে, এই শ্রেণীর চরিত্রহীন নরাধমগণ জগতের কোনরূপ বৃহদ্ব্যাপারে হস্তক্ষেপ করিতে সমর্থ হইত না । অধ্যবসায়গুণে তাহাদের চরিত্রহীনতা সংকল্পসাধনের অন্তরায় হইতে পারে নাই । ইহাই তাহাদের সফলতা লাভের প্রধান কারণ । এই শ্রেণীর ফিরিঙ্গি বণিক যেদিন বাণিজ্যযাত্রায় বহির্গত হইয়াছিল, সে দিন ইউরোপ তাহদের সহিত কোনরূপ পণ্যদ্রব্য প্রেরণ করিতে পারে নাই । ভারতবর্ষে বিক্রীত হইতে পারে.এমন কোন পণ্য ইউরোপে উৎপন্ন হইত ? সে দিন তাহারা ক্রয় করিতে, -সুযোগ পাইলে,-লুণ্ঠন করিতে অগ্রসর হইয়াছিল । সে দিন তাহদের অদম্য অধ্যবসায় কেবল বাহুবলকেই অদ্বিতীয় উপায় বলিয়া পূজা করিতে শিক্ষা করিয়াছিল । DDS DDD KD BBDBB BBDBD DBD S DLLLSS YDDSBB নাবিক, সৈনিক, কৰ্ম্মচারী, বণিক,-একাধারে সর্বময় । তঁহার সহোদরও তঁহার সহিত পোতারোহণ করিয়াছিলেন । তঁহাৱা যখন আফ্রিকার পশ্চিমতটের শেষ সীমায় আসিয়া “উত্তমাশা অন্তরীপ।” অ; তক্রম করিলেন, সেদিন নিশান উড়াইয়া, জয়ধ্বনি করিয়া, রণবাস্থ্যরবে বিজয়ঘোষণা করিলেন । তাহার পর ভারতবর্যের বাণিজ্যপথের সন্ধান লাভ করিতে অধিক বিলম্ব হইল না। আফ্রিকার পূর্বতটি আশ্ৰয় করিয়া উত্তরাস্তে কিয়দৱ অগ্রসর হইবার পর জনসমাজের অস্তিত্বের পরিচয় প্ৰকাশিত হইতে লাগিল । ২৬শে এপ্রিল তারিখে গামা আফ্রিকার তটাশ্রয় পরিত্যাগ করিয়া ভারতবর্ষাভিমুখে পোতচালনা করিলেন । আফ্রিকা হইতে যে পথপ্রদর্শক (অ্যাড়কাঠি) প্ৰাপ্ত হইয়াছিলেন, তাহার ইঙ্গিতক্রমেই পোতসকল পূৰ্ব্বাভিমুখে পরিচালিত হইতে লাগিল। সেকালে বাণিজ্যপোতচালন করিবার জন্য সমুদ্রতীরের ধীবরগণকে আড়কাঠি নিযুক্ত করা