পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓ © ফিরিঙ্গি বণিক চতুঃষষ্টি গ্রামে বিভক্ত হইয়া, সমুদ্রোপকূল পৰ্য্যন্ত বিস্তৃতিলাভ করিয়াছিল। এখন যাহার নাম মালাবার উপকূল, তাহা সেই পুরাতন কেরল রাজ্যের চতুর্থাংশমাত্র। পশ্চিমে আরবসাগর, পূৰ্ব্বে গিরিপ্রাচীর, মধ্যস্থলে মালাবারের সংকীর্ণ ভূমি,-কোনও স্থলে নতোন্নত, কোনও স্থলে সম্পূর্ণ সমতল। স্থানে স্থানে পরিসর এত সংকীর্ণ যেন ঘাটগিরি আসিয়া সমুদ্রসৈকতে মিলিত হইয়া রহিয়াছে। এই সংকীর্ণ সমুদ্রতটে কত বন্দর বর্তমান ছিল, তাহার বিস্তৃত বিবরণ বিলুপ্ত হইয়া গিয়াছে। কেবল কালিকট বন্দরের নাম এখনও জগদ্বিখ্যাত হইয়া রহিয়াছে । যে সকল অর্ণবপো'ত পারস্য, আরব ও মিশর দেশে যাতায়াত করত, তাহাদের যাত্রাপথে দণ্ডায়মান থাকিয়া, মালাবার-উপকূল কত অতীত ঘটনাই না প্ৰত্যক্ষ করিয়া আসিয়াছে ! যে সকল অর্ণবপোত প্ৰাচ্য দ্বীপসমূহের পণ্যভাণ্ডার মিশরদেশ পৰ্যন্ত বহন করিয়া লইয়া যাইত,তাহারাও মালাবারের উপকূলভূমির নিকট দিয়াই গমন করিতে বাধ্য হইত। এই সকল কারণে মালাবারের উপকূল বহু বিদেশীয় নরনারীর নিকট সুপরিচিত হইয়া উঠিয়াছিল । বাণিজ্যের বিজয়লক্ষ্মী মালাবার হইতে সর্বপ্রকার কালকোলাহল চিরনির্বাসিত করিয়া,নানা জাতি ও নানা ধৰ্ম্মকে আশ্রয়দান করিয়াছিল।* DD BBDDD SDDD KBBB DS tBBD BDBBBDBD DBDD BBBD

Be it not hidden from the bright hearts of the bankers of the treasure of History and the appraisers of the Jewel of Chronicles, that the Jewish and Christian communities, before the advent of Islam, used to come to many ports of the Dakhin, 11 ke Maahar, for trading purpose by the sea-route, and after acquiring familiarity with the people of that county, they settled down in some of the towns, created houses with gardens, and in this manner dwelt there several years-Riaz-us-salateen.