পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফিরিঙ্গি বণিক পাইত,-ফিরিঙ্গি বণিক ভারতবর্ষে প্ৰথম পদাৰ্পণ করিয়াই কত। অত্যাচার-অবিচারের প্রশ্ৰয় দান করিয়াছিলেন । ভারতবর্ষের তুলনায় পর্তুগাল নগণ্য ক্ষুদ্র রাঙ্গা। কিন্তু কালিকটের তুলনায় পৰ্ত্তগাল ক্ষুদ্র বলিয়া কীৰ্ত্তিত হইতে পারে না। কালিকটের ন্যায়। অরক্ষিত ক্ষুদ্র বন্দরকে বাহুবলে পরাভূত করিবার ক্ষমতা ছিল বলিয়াই পর্তুগালের বিশ্ববিখ্যাত নাবিক রাজ ভারতবর্ষে রাজ্যস্থাপনের আশা করিতে সাহসী হইয়াছিলেন । গাম ধৰ্ম্ম-কলহের সহিত বাণিজ্যকলহ মিশ্রিত করিয়া, কালিকটের বন্দরে এক অজ্ঞাতপূৰ্ব্ব- বিপ্লব উপস্থিত করিয়া কালিকট-ব্লাজকে ব্যতিব্যস্ত করিয়া তুলিলেন।