পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰথম পরিচয় b> গামার দৃঢ়োন্নত বীরকলেবর জনস্রোতের মধ্যে আলোকস্তম্ভের ন্যায় প্ৰতিভাত হইল। জনসাধারণ ফিরিঙ্গি-বণিকের যথাযোগ্য অভ্যর্থনার ত্রুটি করিল না । সামরী গামাকে দর্শন করি বামাত্র সমুচিত আনন্দ প্ৰকাশ করিলেন। বাণিজ্য-বিস্তারের এইরূপ অচিন্তিতপূৰ্ব্ব উপায় উপস্থিত হইল বলিয়া, কালিকট-রাজ ফিরিঙ্গি-বণিকের উৎসাহবৰ্দ্ধন করিবামাত্র, তাহার সরল ব্যবহারে পরম পরিতৃপ্তি লাভ করিয়া ফিরিঙ্গি-বণিক পণ্যসংগ্রহে প্ৰবৃত্ত হইলেন। যাহারা পণ্যবিক্রয়ে অর্থেপাৰ্জন করিত, তাহারাও নূতন ক্রেতার দর্শন লাভ করিয়া নিরতিশয় উৎফুল্ল হইয়া উঠিল । কিন্তু আরব দেশের যে সকল বিচক্ষণ বণিক রাজসভায় উপস্থিত ছিলেন, তঁহারা ফিরিঙ্গি বণিককে সৰ্ব্বন্তঃকরণে অভ্যর্থনা করিতে পারিলেন না। নূতন জল-বাণিজ্যপথের আবিষ্কার-কাহিনী তাহদের হৃদয়ে এক অপরিজ্ঞাত আশঙ্কা উদ্রিক্ত করিয়া দিল । তঁহাদের মনে হইল,-কলহপ্ৰিয় খৃষ্টানগণ ভূমধ্যসাগর ছাড়িয়া,আরবসাগরে সময়-কোলাহল উত্থাপিত করিবার জন্যই এত ক্লেশে এরূপ দূরদেশে উপনীত হইয়াছেন । বাণিজ্য কেবল কথার কথা,--ব্যাপদেশমাত্ৰ ! ফিরিঙ্গি-বণিকের বাণিজ্যতরুণীতে আমন্ত্রিত হইয়া, তাহারা যে সকল যুদ্ধোপযোগী অস্ত্রশস্ত্রের সন্ধানলাভ করিলেন, তাহাতে সেই আশঙ্কা আরও ঘনীভূত হইয়া উঠিল। মুসলমানলিখিত ইতিহাসে ইহার যথেষ্ট আভাস প্ৰাপ্ত হওয়া যায়। * BBDDB SDD BDBDB YBKKEE D DBDBDK DBDBDBB KDBBD DDD দিগেদশে প্রেরিত হইত, সেই সকল বিভিন্ন দেশের রাজন্য বর্গ শুল্ক রক্ষার

  • ভারতবর্ষের সমুদ্রোপকূলে আরবদিগের প্রতিপত্তি দেখাইয়া ইহুদী ও খ্ৰীষ্টানগণ ঈৰ্য্যায় জ্বলিয়া মারিত, গোলাম হোসেন এই কথা লিখিয়া গিয়াছেন। যথা-In

consequence, the Jews and the Christians burnt in the fire of envy indi malice.