পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰথম পরিচয় ህዖ(} অগ্নিমূল্যে ক্ৰয় করিত না ! ইহাতে কালিকটের প্রজাবর্গের লাভ হইতেছে বলিয়া, কালিকট-রাজ মুসলমানগণের প্ররোচনায় কৰ্ণপাত করিলেন না । কিন্তু মুসলমানগণ কলহের সূত্রপাত কষ্টিলেন । এই কলহে উভয়পক্ষেই রক্তপাতের আয়োজন হুইয়াছিল; রাজা কলহানিবারণ না করিলে, প্ৰথম সন্দর্শনেই অনর্থ উৎপন্ন হইত। * মুসলমানগণ আপাততঃ নিরস্ত হইতে বাধ্য হইলেও, মনে মনে বুঝিতে পারিলেন,- ফিরিঙ্গি-বণিককে নিৰ্বাসিত করিতে না পারিলে, ভারতবাণিজ্যে মুসলমানের আধিপত্য বিলুপ্ত হইতে বিলম্ব ঘটবে না। ফিরিঙ্গিবণিকৃও মনে মনে বুঝিলেন,-মুসলমানকে পরাভূত করিতে না পারিলে ভারতবাণিজ্যে ফিরিঙ্গি-বণিকের আধিপত্য প্রতিষ্ঠালাভ করিবে না। যেখানে হিংসা-দ্বেষ অপরিচিত ছিল, সেখানে হিংসাদ্বেষ অঙ্কুরিত হইয়া উঠিল ; যেখানে বাণিজ্যে বাহুবলের সম্পর্ক অপরিজ্ঞাত ছিল, সেখানে বাহুবলই প্ৰবল হইবার উপক্রম হইয়া উঠিল । তাহার জন্য রাজা-প্ৰজা। কেহই প্ৰস্তুত ছিলেন না । কেবল ফিরিঙ্গি-বণিক তাহার জন্য প্ৰস্তুত হইয়াই ভারতবর্ষে উপনীত হইয়াছিলেন । অল্পদিনের মধ্যেই ফিরিঙ্গি-লাণিকের বাণিজ্যতরণী পণ্যস্তারে ভারাক্রান্ত হইয়া উঠিল। তাহারা স্বদেশে প্রত্যাবৰ্ত্তন করিবার পূৰ্ব্বে কালিকট-রাজের নিকট উপঢৌকনদ্রব্য প্রাপ্ত হইলেন ; মৌখিক শিষ্টাচারের কিছুমাত্র ত্রুটি হইল মা ; পর্তুগালরাজের নামে কালিকটরাজে স্বৰ্ণপত্রে যে প্রীতিশাস্তাষণ লিপিবদ্ধ করিয়া দিলেন, ভাস্কো ডা গামা তাহা সৰ্বসমক্ষে মস্তকে ধারণ করিয়া পোতারোহণ করিলেন। তথাপি

  • স্যার উইলিয়াম হাঁটার ইহার উল্লেখ করিয়া থিয়াছেন । খোলাম হোসেন ইহার উko: { করেন নাই । তঁহায় মতে ফিরিঙ্গিরাই কলহের সুত্রপাত করিয়াছিল । তাহা ভাস্কে ড: {{সাল প্রত্যাবৰ্ত্তনের পরে সংঘটিত হয় । কিন্তু এ স্থলে গোলাম হোসেনের

DBSDBBDB DDBD D BDS