পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

의 어f5 切”を মালাবারের বিবিধ বন্দরে বিবিধ রাজ্য প্রতিষ্ঠিত ছিল । সকল DBDBD BD DBBDBSS BB BDDmDD BD BDDBSS BBDB BDD DBDS লিপ্ত। উপকূল প্রদেশের এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র স্বতন্ত্র রাজ্যের মধ্যে কলহ উত্থাপিত করিয়া এক রাজাকে আশ্রয় করিয়া অন্য রাজাকে পরাভূত করিবার সম্ভাবনা ছিল । প্রথম সন্দর্শনেই ভাস্কো ডা গামা ভারতবর্ষের এই গৃহছিদ্রের সন্ধানলাভ করিলেন। অধ্যবসায়ে ও অকুতোভয়তায় বিশ্ববিজয় সাধিত হইয়া থাকে। পৃথিবীর ইতিহাস কেবল অধ্যবসায়ের ও অকুতোভয়তার ইতিহাস । ফিরিঙ্গি বণিকের ইতিহাসের প্রতি পৃষ্ঠায় তাহার কথা পুনঃ পুনঃ লিখিত হইয়া বুহিয়াছে। অধ্যবসায় ও অকুতোভয়তা ভিন্ন ব্লাজকুমার হেনরীর অত্যু সম্বল অধিক ছিল না । তিনি সেই সম্বলের আশ্রয় গ্ৰহণ করিয়া, অভিনব জলপথের আবিষ্কারসাধনের জন্য যে অতৃপ্ত আকাঙ্ক্ষা উদ্রিক্ত করিয়া ইহলোক হইতে অবসর গ্রহণ করুিয়াছিলেন, তাহাতে উন্মত্ত হইয়াই তঁহার স্বদেশের নাবিকরাজ ভারতবর্ষে উপনীত হইয়াছিলেন । এই অভিনব জলপথের আবিষ্কারসাধন সুসম্পন্ন হইবা মাত্র, প্রাচ্যসাগরে একাধিপত্য বিস্তার করিয়া, ভারতবাণিজ্যে প্ৰভুত্ব লাভের আশায় অভিনব অধ্যবসায় ও অকুতোভয়ত উদ্রিক্ত হইয়া উঠিল । ভাস্কো ডা গামা তাহার জন্যই মালাবারের উপকূলের অন্যান্য বন্দরের সন্ধান লাভ না করিয়া, স্বদেশে প্রত্যাবৰ্ত্তন করিতে সন্মত হইলেন না । ভাস্কো ডা গামার বাণিজ্যতরুণী কালিকট হইতে পশ্চিমাভিমুখে আফ্রিকার দিকে চালিত হইল না, তাহা দক্ষিণাবৰ্ত্তে পরিচালিত হইয়া মালাবার উপকূলের অন্যান্য ক্ষুদ্র বন্দরের নিকট দিয়া কোচীন বন্দরে উপনীত হইল। এই বন্দরেও ফিরিঙ্গি-বণিক যথাযোগ্য অভ্যর্থনা ও উৎসাহ প্ৰাপ্ত হইলেন। কোচীনক্সাজ শক্তিসামর্থ্যে কালিকট-রাজের সমকক্ষ না হইলেও,বাণিজ্যগৌরবে আপনাকে কালিকট-রাজের সমকক্ষ