পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

تبسمی حیت ح۔ ہیسبر 。 。 ফিরিঙ্গি-বণিক বলিয়াই বিশ্বাস করিতেন। তিনি অজ্ঞাতকুলশীল ফিরিঙ্গি-বণিকের সৌভাগ্যবৰ্দ্ধনের জন্য প্রতিশ্রুত হইয়া, পর্তুগালরাজের সহিত সন্ধি সংস্থাপিত করিয়া, পর্তুগালের বাণিজ্যোন্নিতিসাধন করিবার ভার গ্রহণ করিলেন । এই বন্দর হইতে ও বিবিধ পণ্যদ্রব্য ফিরিঙ্গি-বণিকের বাণিজ্যতরণীতে পুঞ্জীভূত হইতে লাগিল। অধিক বাণিজ্যশুদ্ধ লাভ করিবার শোভে মালাবারের বাণিজ্যবন্দরের রাজন্য বর্গ এইরূপে ফিরিঙ্গিবণিকের উৎসাহবৰ্দ্ধন না করিলে, প্ৰথম বাণিজ্যযাত্রাতেই ফিরিঙ্গিবণিক্‌ আশাতীত সাফল্য লাভ করিতে পারিতেন না । আফ্রিকা অতিক্রম করিয়া ভারতবর্ষে উপনীত হইবার পক্ষে বাধা-বিল্লের অবধি ছিল না ; তরঙ্গ সংকুল অকুল সাগরে ক্ষুদ্র তরণী জলমগ্ন হইবার আশঙ্কা ছিল ; অপরিজ্ঞাত প্ৰাচ্যসাগরে উন্নতস্বভাব মুসলমানগণের অত্যাচারে ফিরিঙ্গিগণের সন্ধৰ্ব্বনাশ সংঘটিত হইবার আশঙ্কা ছিল ; সুদূর সমুদ্রপথে সুদীর্ঘকাল পোতচালনা করিতে গিয়া পরিশ্রাস্ত নাবিকগণের পক্ষে ব্যাধিযুক্ত হইয়া অকালে প্ৰাণত্যাগ করিবার সম্ভাবনা ছিল। এরূপ বাণিজ্যযাত্রায় লাভ ন হইলে, ব্যয়বাহুল্যে পর্তুগালের পক্ষে ক্রমশঃ সৰ্ব্বস্বাস্ত হইবারও অসম্ভাবনা ছিল না । এরূপ অবস্থায় প্রথম বাণিজ্যযাত্রায় পণ্যসংগ্রহে অসমর্থ হইলে ফিরিঙ্গি-বণিকের পক্ষে পুনরায় ভারত যাত্রাক্স আয়োজন কনু অসম্ভব হইয়া উঠিত। অশিক্ষিত কুসংস্কারান্ধ জনসমাজ ব্যৰ্থ বাণিজ্যযাত্রার নানা কাল্পনিক বিভীষিকার সৃষ্টি করিয়া,ফিরিঙ্গি-বণিকের অধ্যবসায় অবসন্ন করিয়া দিতা ; ক্ষতিলাভগণনা-নিপুণ ধনকুবেরগণ অল্প দিনের মধ্যেই ভারতবাণিজ্যে বীতশ্রদ্ধ হইয়া উঠিতেন! প্রথম বাণিজ্যযাত্রা সফল হইল বলিয়াই, পর্তুগালের পক্ষে বাণিজ্যবিস্তারের মাহেন্দ্ৰক্ষণ উপস্থিত হইল । প্ৰথম পরিচয়ে ফিরিঙ্গি-বণিক লাভের লোভে অন্ধ হইলেও, প্ৰকাশ্যভাবে বাহুবলের প্রয়োগ করিতে সাহসী হন নাই। মুসলমান বণিগ