》やbr
পশ্চাৎই যাইতে লাগিলেন। দৌড়িতেই এক জন অকস্মাৎ জলে গড়িল, এমত শব্দ হওয়াতে বাবু জানিতে পারলেন, মাঠের বড় পুষ্করিণীর ধারে আসিয়াছি । অন্য চোরও পাকা যাটের শিড়িতে আছাড় খাইয়া পড়িল, তাহাতে বাবু তখনি তাহাকে ধরিলেন ; এমত সময়ে আমরা উপস্থিত হইয় তাহাকে থানায় লইয়। গেলাম কল্য রাত্রিতে আমরা বোধ করিয়াছিলাম, যে ব্যক্তি জলে পড়িল সে অবশ্য সাতার দিয়া পলায়ন করিয়াছে; কিন্তু আজি প্ৰাতঃকালে তাতার মৃত দেক উক্ত পুষ্করিণীতে ভাসিয়া উঠিল, এবং তাহার বাপ জাসিয় তাহাকে আপন পুত্র বলির ঘরে আনিল । সে বলে, আমার ছেল যে চুরি করিতে গিয়াছিল, তাহা আমি কিছু জানি না; সে যাহা হউক, তাছাকে একবার মাজিষ্ট্রেট লাহে
যে চোরকে থানায় রাখিয়াছি, যদি সাহেব তাহাকে একেবারে ফঁাসি দিতে আজ্ঞা দেন তবে বড় ভাল হয় ; কেননা সে একবার পাঁচ বৎসর পর্যন্ত কয়েদ ছিল, তথাপি সে কোন প্রকারে শিক্ষা পায় নাই। বাবুর স্ত্রী এমত আঘাতিত হইয়াছে যে তাঙ্কার বঁাচ ভার, তাকাতে প্ৰাণের
পাতা:ফুলমণি ও করুণার বিবরণ.djvu/১৭০
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
