পাতা:ফুলের ফসল.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ফুলের ফসল

আমি গুণহীন গন্ধবিহীন
ফুলের মধ্যে কালো,
পিতার আদরে আদরিণী, তবু,
আমিই কালোর আলো।


হেমন্তে

শাঁইয়ের গন্ধ থিতিয়ে আছে নিবিড় ঝোপের নীচে,
হেমন্তের এই হৈম আলো ঠেক্‌ছে ভিজে ভিজে;
ঝরা শাইয়ের ফুল
নিশাস ফেলে নিরাশ মনে বিষাদ সমাকুল।

কমল বনে নেই কমলা, চঞ্চরীকা চুপ!
বিজন আজি পদ্মদীঘি লক্ষ্মীছাড়ার রূপ!
কোজাগরের চাঁদ
ডুবে গেছে ছিন্ন ক’রে আলোর মায়া-ফাঁদ।

একটি দুটি পাপড়ি নিয়ে রিক্ত মৃণালগুলি
রক্ত মুখে দাঁড়িয়ে আছে মরাল গ্রীবা তুলি’;
ভাঙা হাটের তান
আবিল ক’রে তুলছে হাওয়া ক্লান্ত ম্ৰিয়মাণ।

৯২