পাতা:ফুলের ফসল.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ফুলের ফসল

শীতের শাসন

কুসুম-কলি শীতের শাসন চায় গো ভুলিতে!
বিরূপ হাওয়া ন্যায় না তারে ঘোম্‌টা খুলিতে
আঁখির পাতায় পাতায় জড়ায়, হায়!
কুহেলি আজ কেবল বেড়ায়, তায়,
ঘুমের কাজল মাথায় চোখে তন্দ্রা-তুলিতে,
(আঁখি) দ্যায়না তুলিতে!
আঁখিতে তার বুলায় পাখীর পর,—
রিমিঝিমি বিবশ কলেবর,
স্বপন-ঘোরে কুসুম-কলি লুটায় ধূলিতে;
(আঁখি) হয় না খুলিতে।


কুন্দ

ফুল হয়ে আমি উঠেছি ফুটিয়া
তোমারি অশ্রু-কণা,
ফিরে চাও ওগো শীতের বাতাস!
উদাসীন উনমনা!
দুনিয়ার লোক রুধিল দুয়ার
পাইয়া তোমার সাড়া,
রুদ্ধ কবাটে নিশ্বাস ফেলি’
কেন ফির পাড়া পাড়া?

৯৫