পাতা:ফুলের ফসল.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ফুলের ফসল



নির্ম্মাল্য

ফলে পরিণতি হ’ল না যাহার
নিস্ফল সেই ফুলে
ভক্ত সপিল আঁখি জলে তিতি’
দেবতার পদমূলে।
দেবতার পায়ে জীবন ঢালিয়া
সেই চির-ফলহীন
জগতের শিরোধার্য্য হ’য়েছে;–
হয়েছে গো অমলিন
শোভাহীন তার শুষ্ক পাপ্ড়ি‌,—
আজি জগতের চোখে
অলোক-আলোকে মণ্ডিত,—সে ষে
আশোক-বারতা শোকে;
দৈব অভয় সে যে দুর্গম
দূর গমনের পথে!
দেবতার বরে নির্ম্মল করে
নিস্ফলও এ জগতে!

১০৩