পাতা:ফুলের ফসল.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ফুলের ফসল



পুষ্পময়ী

স্বজনি! তোর অঙ্গে ফুলের বাস!
ফুলের মতই হাসিস্‌ —ও তুই
ফুলের মতই চাস্‌!
কোন্‌ দেবতার কুঞ্জবনে
ছিলি গো তুই কোন্‌ ভুবনে,
কোন্‌ রজনীগন্ধা তুমি
ফেলিছ নিশ্বাস!


প্রেমাভিনয়

আয় সখী, তোরে শিখাই আদরে
ভালবাসাবাসি খেলা!
কাছাকাছি এসে  অকারণে হেসে
শেষে ভালবেসে ফেলা!
না চাহিতে-পাওয়া  ধন সে, স্বজনি,
ভালবাসা তার নাম,
যে তারে জেনেছে  হৃদয়ে টেনেছে
নাহি তার বিশ্রাম!
আকাশের বুকে  ফাঁদ পেতে সুখে
চাঁদ নিয়ে হেলাফেলা,
হাসিতে হাসিতে  ঘুমায়ে নিশীথে
আঁখিজলে আঁখি মেলা!