পাতা:ফুলের ফসল.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ফুলের ফসল

কুণ্ঠিতা

আমি  আপনি সরমে মরমে মরিয়া যায় যে,
নিতি  আপনার ছবি নিরখি’ মুকুর মাঝারে;
আমি  কেমন করিয়া বাহিরিব ভাবি তাই যে,
হায়  দেখা দিব আমি কেমনে আমার রাজারে!
মোর  কিছু নাই রূপ কিছু নাই কিছু নাই গো,
শুধু  আছে ভিখারীর স্বপ্ন-শরণ দুরাশা;
তবে  ফিরে যাই দূরে সরে যাই মরে যাই গো,
হায়  মরু-মাঝে নিয়ে যাই এ আমার পিপাসা
জানি  সুদুঃসহ সে সূর্য্য সমান, হায় গো,
তবু  তাহারি আশায় জেগে আছি আমি রাত্রি
যাব  মাটিতে মিশায়ে সরমে, সে যদি চায় গো,
হায়  মরণ-পথের যাত্রী—রূপার পাত্রী!

১৬