পাতা:ফুলের ফসল.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ফুলের ফসল

জ্যোৎস্না-অভিষেক

ওগো রাণী! তোমার আজি জ্যোৎস্না-অভিষেক
সজ্জা রাখ, লজ্জা রাখ,— চন্দ্রমা নির্ম্মেঘ!
অলকগুলি বাতাস ভরে
দুলুক তোমার ললাট ‘পরে,
উথলি’ লাবণ্য-বারি অন্ধ করি’ দিক ক্ষণেক!
মর্ত্ত্য-লোকের দৈন্যরাশি
ঘুচাক,—চাঁদের দিব্য হাসি,
তোমার হাসি করুক প্রাণে চন্দন-নিষেক!


করবী

দূর হতে আমি গোলাপেরি মত ঠিক!
তবু আমোদিত করিতে পারি নে দিক!

গোলাপেরি মত অতুলন মম হাসি,
তবু হায় অলি ফিরে যায় কাছে আসি’!

পথের প্রাস্তে ফুটে আছি অহরহ,
গোলাপের মত রচিতে পারি নে মোহ!

৩৬