পাতা:ফুলের ফসল.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ফুলের ফসল

গান

কারে  আঁখি তুলে চাইবারো, আর,
নাইক অবসর!
কারো  চক্ষে পলক পড়ে না, হায়,
দৃষ্টি—সে কাতর!
কেউ  চিন্‌তে নাহি চায়,
কেউ  ভুলতে নারে, হায়,
কেউ  নূতন পাড়ি জমায়, কারো
নাই কোনো নির্ভর


ভগ্নহৃদয়

একজনে ভুলেছে যখন
আরেক জনেও ভুলবে গো!
চিতার কালি ডুবিয়ে দিয়ে
সবুজ তৃণ দুল্‌বে গো!
 নগ্ন বনে শীতের শেষে
 ফাগুন ফিরে আস্‌বে হেসে,
সবুজ শাখে অবুঝ পাখী
নূতন ধ্বনি তুল্‌বে গো!

৪২