পাতা:ফুলের ফসল.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ফুলের ফসল

ব্যথা পেয়ে অভিমানে  ব্যথা তুই কারো প্রাণে
দিস্‌নে রে ফেলিস্‌ নে শ্বাস,
কিবা উন্মাদের মত  ওরে চির প্রেম-ব্রত!
করিস্‌নে প্রেমে পরিহাস।
চলে আয় চলে আয়  পায়ে কাঁটা দলে আয়
কোলাহল ছেড়ে একা বোস্‌,
ভালোবাসা-ভাগ্য নিয়া  যারা ফেরে এ দুনিয়া
তুই রে তাদের কেউ নোস্।
যে ফিরেছে দেশে দেশে  আজীবন ভেসে ভেসে
অতলের কোলে তার ঘর,
ছল ছল আঁখি যার  পরাণ সরস তার
তার কাছে মরণ সুন্দর।


প্রেমের প্রতিষ্ঠা

তবে  রচনা কর
ওই  গগন ‘পর
হায়  প্রেমের লাগি’
পাত  আসন, ও!
যদি  ধরণী ‘পরে
প্রেমে  ম্লানিমা ধরে

৪৬