পাতা:ফুলের ফসল.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ফুলের ফসল

জন্ম-যবনিকা-প্রান্তে মেলি’ নব নেত্র সুকুমার
দেখিলাম জলস্থল,—শূন্য, শুষ্ক, বিহ্বল, জর্জ্জর।

তবু এনু বাহিরিযা,—বিশ্বাসের বৃন্তে বেপমান,—
চম্পা আমি,—খরতাপে আমি কভু ঝরিব না মরি,;
উগ্র মদ্য সম রৌদ্র,—যার তেজে বিশ্ব মুহ্যমান,—
বিধাতার আশীর্ব্বাদে আমি তা’ সহজে পান করি।

ধীরে একু বাহিরিয়া, ঊষার আতপ্ত কর ধরি’;
মূর্চ্ছে দেহ, মোহে মন,—মুহুমুহু করি অনুভব!
সূর্য্যের বিভূতি তবু লাবণ্যে দিতেছে তনু ভরি’;
দিনদেবে নমস্কার! আমি চম্পা! সূর্য্যেরি সৌরভ।


বকুল

বোটার বাঁধন অনায়াসে খুলি’ সহজে ঝরি;
আমরা বকুল অতি ছোটো ফুল ধূলায় মরি!

আমরা হাসিনে ভুবন ভরিয়া রূপের জাঁকে,
সহজে মাটির মত হই, তবু গন্ধ থাকে।

রসের জোগান-বোঁটায় সে নাই বুকেতে আছে,
তাই থাকে বাস জীবনে মরণে,—আগে ও পাছে।

৫৬