পাতা:ফুলের ফসল.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ফুলের ফসল



শেফালি

যখন তিমিরে ভাঁটা পড়ে আসে জেগে জেগে ওঠে ডাঙা,
উষার ছবিটি বুকে ধরি’ যবে মেঘের মুকুর রাঙা;
সুপ্ত শিশুর হাসি সম যবে প্রভাতের সরোবরে
প্রথম-আলোক-পরশ-পুলকে মৃদু লেখা সঞ্চরে,
তখনি আমরা ঝরি,—
শরতের নব শিশিরের সনে ঘন তৃণ বন ‘পরি।

নামি গো নীরবে একে একে, যবে তারা ঝরে যায় নভে,
ভ’রে তুলি বন মৃদুল পবন সুকুমার সৌরভে।
থেকে থেকে মোরা ঝরে ঝরে পড়ি শরতের ফুলঝুরি
বিথারি’ অমল ধবল পক্ষ, অরুণ-বদন হুরী।
মোরা সবে ছোটো ছোটো
অরুণ-পূর্ব্ব অমল-প্রকাশ শারদ দিনের ‘ফোটো’!


একটি স্থলপদ্মের প্রতি

মেঘলা দিনের মলিন কমল!
অধরে তোমার একি গো হাসি।
জীবন-দিবার অবসানে বুঝি
খেয়ালে শুনেছ। আশার বাঁশী!

৮৪