পাতা:ফুলের মালা.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফুলের মালা । ఆ J) নিজের গান অন্তের মুখে সুস্বরে সুলয়ে শুনিতে কিরূপ আনন হয়, যিনি কবি তিনিই জানেন! শক্তির মুখে গান শুনিয়া ব্ৰাহ্মণের হৃদয় জ্যোৎস্নাপ্লাবিত সাগরের দ্যায় উথলিয়া উঠিল । ব্রাহ্মণ গদগদকণ্ঠে কহিলেন--“ম, আমি কি করিব ?” এই অস্পষ্ট ভাষার অর্থ শক্তি বুঝিয়া বলিল,“আমি ভিখারিণী, আমার জন্ত আপনি কি করিবেন ঠাকুর ? তবে একটি কাজ করিতে পারেন, আমি একবার রাজারাণীর সহিত দেথা করিতে চাই, এই যুদ্ধসংক্রান্ত কিছু গুপ্ত সংবাদ দিয ” ব্রাহ্মণ একটু ভাবিয়া বলিল, “মহারাণীর আজ্ঞা আছে, যেন কোন সন্ন্যাসিনী ভিখারিণী রাজার কাছে যাইতে না পায়, তা আমাকে দিয়া কথাটা বলাইলে হয় না ?” শক্তি । না,--তাহা হইলে ত আগেই বলিতাম । ব্রাহ্মণ। তা বেশ, কিছু ভাবনা নাই, আমার গৃহিণীকে বলিলেই সব ঠিক হইবে, তুমি আমার সঙ্গে এস।