পাতা:ফুলের মালা.djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

સ, ૨ ઇ ফুলের মালা । যাইব” – “ধৰ্ম্মযুদ্ধে প্রাণ দিব”---“জয় জয় মহারাজের জয়”—এইরূপ বাক্যে সভাস্থল আলোড়িত, তরঙ্গিত হইয়; উঠিতে লাগিল । রাজা বলিলেন, “শোন, বৎসগণ, মিথ্যা অকারণে আমার প্রজাদিগের, আমার সস্থানদিগের একটি চুলও আমি নষ্ট ੋਣ দিব না। প্রথমে আমি গায়মুক্ষিনের নিকট সাহেলুন্সিনের মুক্তি প্রার্থনা করিব । সাহেবুদিন যে গায়লুঙ্গিনের ক্ষতি করিবেন না; সেজন্য আমি স্বয়ং জামিন হইয়াত চাঙ্গিল, এবং ভাইfর বদলে সাহুেবুদ্দিনকে কোন দূরদেশে উচ্চপদাভিষিক্ত করিয়া পাঠান হউক---এইরূপ প্রস্তাব করিব । যদি এ প্রস্তাপে সুলতান সম্মত না হন, তাহ হইলেই আমাদের যুদ্ধ করিতে হইবে, নচেং নহে ।” প্রশ্ন হইল “কিন্তু সাহেবুদিন যদি তাছার শপথ ভঙ্গ করেন ? মুক্তি পাইলে যদি রাজবিরুদ্ধে দণ্ডায়মান হন ? তাছা হইলে ?” রাজা যলিলেন, “সাহেবুদিন অত্যন্ত সংস্বভাব, ধৰ্ম্মভীরু ! আমার এই ব্যবহারের পরিবর্তে তিনি কখনই তাহার শপথ ভঙ্গ করিয়া আমাকে অপমানিত করিবেন না । অন্ততঃ গায়মুদিনের মৃত্যু পৰ্য্যন্ত তিনি বিদ্রোহী হইবেন না। তাহার পর তিনি রাজত্ব চাহেন-আমি পর্যান্ত তাহার জন্ত যুদ্ধ করিব।” প্রজারা ইহাতে সস্তুষ্ট হইয়া রাজার অভিমতে তাহাদের সম্মতি জ্ঞাপন করিল। রাজা সেই দিনই অপরাহ্লে কুতবকে তাহার মনোভাব স্পষ্ট করিয়া বলিলেন। কুভব তাহার সাহসে, স্পন্ধায় বিষম ক্রুদ্ধ হইরা প্রত্যুত্তরে তাছার মুগুপাত-সঙ্কল্প জানাইয়। দিল। রাজ বলিলেন, “তবে তাহাই হউক, আমার মুগুপাত করিয়া সাহেবুদিনকে লইতে পারেন লউন, নহিলে তাহাকে পাইবেন না।”