পাতা:ফুলের মালা.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩৪ ফুলের মালা। চইলে ঢের গণেশদেব তাহীর পক্ষ হইবে । তবে আপনার মঙ্গল আপনি ভাল বোঝেন, আমাদের অধিক কথা কহা নিম্প্রয়োজন ।” কুতবের মনে এতদিন ঈর্ষার যে অগ্নি ধূমায়িত হইতেছিল এই ঘটনার পর হইতে তাহ বিষম প্রজ্বলিত হইয়া উঠিল। রাণীর নিনা রটনা করিয়াই আর সে कृश्व থাকিতে পারিল না ; তাহার প্রভাব খৰ্ব্ব করিয়া ঠাহীকে জব্ব করিবার জন্য ব্যগ্র হইয়া উঠিল। ভাগ্যও অতি শীঘ্র তাহার এই মনস্কামনা পূর্ণ করিবার অবসর ঘটাইয়া দিল । ● সেক্ষপীর যে র্তাহার কাব্য জগতেই কেবল একটি মাত্র আয়াগোর স্বষ্টি করিয়া গিয়াছেন এমন নহে, সত্য জগতে এমন অনেক আয়াগো আছে। কুতবের আস্তরিক ভাব রাণী কিছুই জানেন না বরং তাহার ধারণা বিপরীতই । তিনি জানেন কুতব ক্টাহার পরম বন্ধু। তিনি কুতবের সাহায্যেই সন্ন্যাসিনী সাজে অন্তঃপুর ছাড়িয়া গণেশদেবের সহিত সাক্ষাৎ করিতে পারিয়াছিলেন। কুতব যে তখন তাহার সহায়তা করে তাহার প্রধান কারণ, তাহার ইচ্ছা ছিল শক্তি আর না ফেরেন । দ্বিতীয়তঃ, যদি বা ফেরেন তাছা হইলেও এই উপকারে একদিকে রাণী হাতে রছিলেন, অন্ত দিকে আবশুক হইলে ইহা ব্যক্ত করিয়া রাণীর সৰ্ব্বনাশ সাধনের উপার ও রহিল। এখন সে ভাবিতে লাগিল, আপনার দোষ টুকু ঢাকিয়া কিরূপ কৌশলে রাজাকে সেই কথা জানাইয়া রাণীকে অপদস্থ করে । কিন্তু সহসা ভাগ্যবলে আপনা ছইতে আর এক নূতন উপায় আসিয়া জুটিল, আর তাহার সে পুরাতন ঘটনা অবলম্বন করিতে হইল না। রাণী কুতবকে ডাকিয়া বলিলেন, কারাগারে গণেশদেবের সস্থিত একবার দেখা করিতে চাহেন।