পাতা:ফুলের মালা.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফুলেরমালা । ృు এই বিশ্বাসে উন্নীত উত্তেজিত আত্মহারা হইয়া গণেশদেব সবলে সহসা দেয়ালে মুষ্ট্যাঘাত করিলেন। কঠিন দেয়াল ভাঙ্গিল না, টলিল না ; যেমন ছিল তেমনি ছিল, তিনি কেবল হাতে বেদন অনুভব করিয়া আত্মস্থ হইলেন। তাছার মুখে হাসির রেখা দেখা দিল। তিনি কি পাগল হইয়াছেন! তাহার মুষ্ট্যাঘাতে দেয়াল ভাঙ্গিবে ! এ সময়ে তাহার সন্ন্যাসিনীকে মনে পড়িল । তিনি কি রাজার জীবন সম্বন্ধে নিশ্চেষ্ট আছেন ! डfश झहे८ङहें পারে না। অবশু গণেশদেব মুক্তিলাভ করিবেন, ন্যায়ের জঙ্ক কাৰ্য্য করিয়া কখনই তিনি জীবন হারাইবেন না । সহসা শক্তিকে মনে পড়িয়া অনুতাপের দংশনে হৃদয় জলিয়া উঠিল। তিনি শক্তির সম্বন্ধে যে অন্তায় করিয়াছেন এ সমস্তই তাহার ফল! তাহীর আশ। ‘ভরধা সমস্তই বিদূরিত হইল,তিনি বুঝিলেন র্তাহার মৃত্যু অনিবাৰ্য্য! বিশ্বাসের উত্তেজনা ক্রমে নৈরাশ্যের ক্লাস্তিতে পরিণত হইয়া তাহার প্রান্ত নয়নে তন্ত্র। আনয়ন করিল। তিনি স্বপ্ন দেখিলেন— চতুস্পার্শ্বে আর দেয়ালের বাধা নাই, মস্তক-দেশ অবারিত, তিনি মুক্ত শ্যামল ক্ষেত্রে নক্ষত্র-খচিত আকাশতলে দণ্ডায়মান, সন্মুখে এক জ্যোতিৰ্ম্ময়ী দেবী বিরাজিত। অপুৰ্ব্ব আনন্দে তাহার হৃদয় পূর্ণ হইল, তিনি দেবীকে প্রণাম করিয়া উঠিতে যাইৰেন এমন সময়ে সহসা দ্বারোদঘাটন শব্দে ঠাহার নিদ্রা ভঙ্গ হইল। নয়ন উন্মালিত করিয়া দেখিলেন, সত্যই পরিচ্ছদের মণিময় কাস্তিতে অন্ধকার গৃহ উজ্জ্বল কল্লিরা গৃহদ্বারে এক রমণীমুঞ্জি দণ্ডায়মান,—স্বপ্নে সত্যে মিশিয়া গণেশদেবের হৃদয় আশাপূর্ণ विश्रब्रजनरू अशक्रश उॉट्व शूfश्ब्रा ऊँणि।