পাতা:ফুলের মালা.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

చిy ফুলের মালা । ত্রিংশ পরিচ্ছেদ শক্তি কারাপ্রবেশ করিয়া প্রথমে অন্ধকারে কিছুই দেখিতে পাইল না। দ্বার-রক্ষককে দীপ আনিতে আজ্ঞা দিয়া সেই খানেই মুদ্রিতনয়নে দাড়াইয়া রছিল। কিছু পরে নয়ন মেলিয়। আর তেমন অন্ধকার দেখিল না । গবাক্ষ পথ দিয়া কক্ষে যে টুক আলোক আসিতেছিল তাহাতেইশক্তি দেখিতে পাইল গণেশদেব কোথায়। সে অগ্রসর হইয় তাহার নিকটবৰ্ত্তী হইল। গণেশদেব বিস্ময়ে উঠিয়া বসিয়া বলিলেন, “শক্তি ?” স্বরে শক্তিকে তিনি চিনিয়াছিলেন। - শক্তি কঠোর তীব্রস্বরে উত্তর করিল,“শক্তি নহে, সুলতানা।” কারাগৃহের পাষাণ দেয়ালের অণু পরমাণু পৰ্য্যন্ত যেন সেই রুদ্রবাক্যে আহত কম্পিত হইয়া উঠিল, গণেশদেব স্তন্ধ নিৰ্ব্বাক হইয়া পড়িলেন, শক্তিও স্তব্ধ হইয়া রহিল। কিন্তু কথা কহিবার অনিচ্ছাবশতঃ নহে,—শক্তি নিস্তন্ধে তীব্র দৃষ্টিতে অন্ধকার ভেদ করিয়া গণেশদেবের মুখ নিরীক্ষণ করিতে চেষ্টা করিল। তাহার কথায় গণেশদেবের মনের ভাব কিরূপ হইল তাহ বুঝিতে চেষ্টা । করাই শক্তির অভিপ্রায়। কিন্তু তাহার প্রয়াস নিষ্ফল হইল, শক্তির हेष्शञ्च अककांब्र शैशं श्हेण न ; ब्राजभूéि cषमन अग्गडे cऊधमहे ब्रणि । সহসা শক্তির উৎসুক দৃষ্টির সমক্ষে গণেশদেৰ সুস্পষ্ট গ্রকविउ श्रेरणन। शोब्रब्रक्रक श्रृंश् ौश्रोएशकिउ रुब्रिग्र। शान्नै क्ररु