পাতা:ফুলের মালা.djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফুলের মালা । * రిసె করিয়া চলিয়া গেল। শক্তি তখন দেখিল এতদিন সে ষে গণেশদেবকে চিনিত ইনি সে গণেশদেৰ নছেন। এ মূৰ্ত্তি সেই রাজবেশী অনুপম কাস্তিময় মুসজ্জিত মোহন মূৰ্ত্তি নক্ষে । ছিন্ন, মলিনবন্ধধারী, রুক্ষ লম্বিতকেশ, ক্ষাণগুষ্ক বিবর্ণ মুখ, এক দীনহীন বন্দী তাহার সম্মুখে আসীন। বন্দীর কেশপাশে অদ্ধাচ্ছন্ন কোটরপ্রবিষ্ট চক্ষু হইতে যদি না তাহার পূৰ্ব্ব-প্রভাব পুৰ্ব্ব-জ্যোতি বিভাসিত হইত তাহ হইলে ইহাকে গণেশদেব মনে কল্প শক্তির পক্ষেও স্ব কঠিন হইত। শক্তি নিস্টপণনেত্রে গণেশদেবকে দেখিতে লাগিল । তাহার মুখের মাংসপেশী এমন অটল অপরিবৰ্ত্তিত ভাব ধারণ করিল এমন নিষ্কম্প নিস্তব্ধ হইয়াসে দাড়াইয়া রছিল ষে রাজাকে দেখিরা তখন তাহার মনে কিরূপ ভাবোদয় হইতেছে, রাজার দুর্দশার সে মুখ বা দুঃখ অহুভব করিতেছে তাহার মূৰ্ত্তি হইতে ইহা বুঝিয়া উঠা একজন পারদর্শী মনোভাববেত্তার পক্ষে ও দুঃসাধ্য হইত । কিন্তু অল্পক্ষণের মধ্যেই তাহার সে নিম্পন্দভাব শিথিল হুইয়। আসিল, মুখে বর্ণ পরিবর্তন ঘটিল, নয়নে দুই বিন্দু অশ্রু দেখা দিল, ওষ্ঠাধর ঈষৎ কম্পিত হইয়া উঠিল । সহসা জড় শক্তি জীষপ্ত মানবীরূপ ধারণ করিল। তাহার এই নবপ্রাণিত অপুৰ্ব্ব মূৰ্ত্তিতে কি প্রতিশোধতৃপ্তিজনিত প্রফুল্লত্তা প্রকাশ পাইতেছে ? এ অঞ্জ কি তাহার ঈর্ষাবিগলিত আনন্দাশ্র ? না, তাহ নছে । শক্তি আজ নিঃস্বার্থ করুণাময় প্রেমে আত্মহারা, পাৰাণে আজ সংসা করুণাধারা বহিয়াছে । সম্পদশালী নিরভাব গণেশদেব এতদিন যাহা করিতে পারেন নাই আজ দীনহীন গণেশদেব তাহা করিয়াছেন। পূৰ্ব্বে গণেশদেবকে শক্তির দান করিবার কিছুই ছিল