পাতা:ফুলের মালা.djvu/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফুলের মালা । ’, gථ একত্রিংশ পরিচ্ছেদ । بچه هامر اچتیجه বাদসাহ বলিলেন, “সত্য বলিতেছ ? সত্য-সত্য । , কুতব বলিল, “অপ্রত্যর জন্মে নিজে চলুন, আপনার চক্ষু আপনাকে মিথ্যা বলিবে না !” বাদ । বুঝিয়াছি আর দেখিতে হইবে না ! ঠিক, ঠিক ! তুমি যাও, এখনি যাও, তাহার ছিন্নমুগু আমাকে আনিয়া দেখাইতে বল, যাও, কুতব, এথলি যাও --- কুতব ! কাহার মুগু ?-- বাদ। কাছার মুগু ? সেই নরাধম গণেশদেবের ! কুতৰ । অfর--অর—বেগমসাহেবকে কি বলিব ? বাদসাহ ক্রুদ্ধস্বরে বলিলেন, “বেগমসাহেবকে তোমার কিছুষ্ট বলিতে হুইবে না--তঁfহার সহিত বোঝাপড়া আমার, অস্তের সে সম্বন্ধে কিছু করিতে হইবে না।” কুতব ক্ষুণ্ণ হইল। সে মনে করিয়াছিল গণেশদেবকে দেখিতে গিয়াছেন শুনিলে বাদসহি শক্তির যে শাস্তি বিধান করিবেন তাহাতে আর র্তাহাকে রাজবাট মুখে ফিরিতে হুইবে না। কুতৰ হতাশঙ্গদয়ে নতমুখে অভিবাদন করিয়া রাজাঞ্জা-পালনোদেশে গমন করিল। " বাদসাহ আর একবার ডাকিয়া বলিলেন, “শোন, কুতৰ, বেগমসাহেব কারাগার হইতে চলিয়া না আসিলে যেন গণেশদেবকে হত্য করা ন হয়। বুঝিলে ত?” কুন্তব বলিল, “ধে। হুকুম।”