পাতা:ফুলের মালা.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

있8 ফুলের মালা । করিব –তোমরা ফুলে ফুলে মধু লুটিয়া বেড়াইবে । আমরা তোমাদের পদতলে পড়িয়া থাকিব ; তোমরা দলিয়া দলিয়া চলিয়া যাইবে! তোমাদের খেলা ; আর আমাদের মৃত্যু ” রাজকুমারের বাকীৰ্ত্তি হইল না, প্রফুল্ল কুন্থমে সর্পমূৰ্ত্তি দেখিয়া তিনি বিস্ময়স্তষ্ঠিত ! শক্তির সেই ক্রকুটিভর বিবময় ভাব সন্মুখে করিয়া তাহার সেই ভক্তিমতী, নির্ভরপরায়ণ, ক্ষমাশীলা, নিরূপমার কোমল করুণ মুখশ্ৰী মনে জাগিয়া উঠিল, এতক্ষণ তিনি তাহাকে ভুলিয়া গিয়াছিলেন। তিনি মনশ্চক্ষে দেখিলেন, এই ঈর্ষা-কুরূপ শক্তিময়ী তাহার রাণী, আর নিরূপম— সেই মুকুমার সুকোমল কুমুমলতিকা তাহার আলিঙ্গনবিচ্ছিন্ন, দলিত শুষ্ক, ভূমিতলে লুষ্ঠিত । তিনি শিহরিয়া উঠিলেন। তিনি যদিও নিরূপমাকে সমস্ত হৃদয় দিয়া তাল বাসিতে পারেন নাই, কেননা বাল্যপ্রেম এখনও তাহার হৃদয়ে জাগরুক, কিন্তু সে প্রেম এমন অন্তঃশীলারূপে এমন স্বপ্নময় স্মৃতিরূপে র্তাহার হৃদয়ে ব্যাপ্ত হইয়া ছিল, যে তাহাতে সাক্ষাৎ সম্বন্ধে তাহার দাম্পত্য প্রেমের কোন ব্যাঘাত জন্মে নাই । ভক্তের আরাধ্য দেবতার মত শক্তি র্তাহার স্মৃতিগত কল্পনা মাত্র, রক্ত মাংস বিশিষ্ট দোষ গুণ সম্পন্ন মাস্থ্য নহে, মানস পূজার গুণ রাশি সমূহ ; বাসন কামনা প্রবৃত্তির অগম্য অপ্রাপ্য ধ্যান ধারণার বিষয়,--আত্মার অমুভাব মাত্র ;– আর নিরূপমা তাহার বিব|স্থিত পত্নী, তাহার সস্তানের মাতা, তাহার স্বথ দুঃখের অধিকারী ; সুতরাং তাহার প্রতি র্তাহার শ্রদ্ধা ভক্তি করুণা জেহের কিছুমাত্র श्रडांद झ्नि नां । श्रउांब शांश झिण, उांश अछ किङ्कब्र-cगई আত্মপরিপূর্ণকারী গ্রেমের অভাব। কিন্তু নিরুপমার কোমল