পাতা:ফুলের মালা.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফুলের মালা । 8 $ তাহার শপথ বালকের খেলা ! তাহী নহে ; আজও তাহার প্রতি কথায় প্রতি কটাক্ষে তাহার অস্তুর-নিহিত প্রেম ব্যক্ত হইয়াছে ; হৃদয়ে হৃদয়ে আমরা একত্ব উপলব্ধি করিয়াছি। কিন্তু সে ভীরু ! সে কাপুরুষ ! সে বিশ্বাসঘাতক ! তাই মাতৃভয়ে মাতার মিথা অপবাদে আমাকে প্রত্যাখ্যান করিয়াছে ! বনোয়ারি লালের ভগিনী কলঙ্কিনী’! মিথ্যাবদিনি, ভগধান যদি থাকেন ত তোমার ংশ এক দিন এই বনোয়ারিলালের বংশের পদানত হইলেই হইবে । নবম পরিচ্ছেদ । متحديدي ما يعني جيميه শক্তি এতক্ষণ উৰ্দ্ধশ্বাসে বলিয়। যাইতেছিল এখন নিশ্বাস লইবার জষ্ঠ সে থামিল, যোগিনীও কিছুক্ষণ নিস্তব্ধ হইয়া রছিলেন । তাহার পর বলিলেন, “বৎসে, ভগবান আমাদিগকে দুঃখ কষ্ট দিয়া তাহার স্থায়ধৰ্ম্ম রক্ষা করেন বলিয়া কি তিনি আমাদের নিকট দোষী! সেইরূপ রাজকুমার তোমাকে ভালবাসিয়াও যদি তোমাকে প্রত্যাখ্যান করিয়া থাকেন তোমার স্বখ অবজ্ঞা করিয়া থাকেন, তবে সে কেবল কৰ্ত্তব্যের অনুরোধে । কৰ্ত্তব্যের জন্স প্রাণাধিক! তোমা হইতে নিজেকে বিচ্ছিন্ন করিয়া কেবল তোমার মুথ নহে, তাহার নিজের সমস্ত জীবনের সুখশাস্তি পৰ্য্যন্ত বিসঙ্গম দিতেছেন। এরূপ অবস্থায় তিনি প্রতিশোধের পাত্র নহেন, শ্রদ্ধার পাত্ৰ ! ভগবান শ্রীরামচন্দ্র কি করিয়াছিলেন ! তোমাকে