পাতা:ফুলের মালা.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফুলের মালা । 8念 জন্ম, পাপের দ্বারা পাপকে দমন করিতে ! কি কৰ্ম্মফলে বিধাতা আমাকে এরূপ হতভাগ্য করিয়াছেন জানি না। কিন্তু আমিও প্তাহার কার্য্য সিদ্ধি করিতে আসিয়াছি ; আমি প্রতিশোধ চাই। সে যদি আমার হয় তবেই তাহার ফুস্কার্যোর প্রায়শ্চিত্ত, নহিলে ভগবানের কালীরূপিনী বস্ত্রশক্তির আরাধনায় যোগিনী। বৎসে, কালী হিংসাপ্রবৃত্তির চরিতার্থকারিণী নহেন— হিংসাঁহননকারিণী শক্তি! প্রতিশোধ কামনায় দেবতা পূজা দানব ধৰ্ম্ম—হিন্দুধৰ্ম্ম, ফুেধৰ্ম্ম নহে। শক্তি । অন্যায়ের প্রতি দগুবিধান যে ধৰ্ম্মে দেবধৰ্ম্ম নহে, সে ধৰ্ম্ম আমার ধৰ্ম্ম নহে। আমি দেবীর নিকট চলিলাম---তিনি যদি আমার মনস্কামনা সিদ্ধ করেন,তবেই হিন্দুধৰ্ম্ম আমার ধৰ্ম্ম ;-- নহিলে আমি এ ধৰ্ম্মে জলাঞ্জলি দিব । দশম পরিচ্ছেদ । শক্তি যোগিনীর উত্তরের অপেক্ষ পর্য্যন্ত না করিয়াই দ্রুতপদে সহসা গৃহ হইতেনিন্ত্রণস্থ হইল। সেই গৃহের পশ্চাতে জীর্ণক্ষীয়মান ইষ্টক দেওয়ালের ব্যবধানে কালীর পীঠস্থান। উদ্ধানপথ দিয়া বালিকা তাহার স্বারস্থ হইল। স্বার শৃঙ্খলাবদ্ধ ছিল না, অনায়াসে তাহা উদঘাটিত করিয়া ভিতরে প্রবেশ করিল। একটি তারকब्रश्रि अगनि उ िशव्र अष्ट्रवडौं झ्हेब्र भक्षित्र अङाक्षुद्रश्रङ श्बूख