পাতা:ফুলের মালা.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 ফুলের মালা । ভীষণতাকে সহসা চমকিত, জাগ্ৰত করিয়া তুলিল। তারকালোক, দীপ্ত করালবদনী কালীর সম্মুণে শক্তি স্তব্ধ লেত্রে দণ্ডায়মান হইল। তাহার মনে হইল, প্রতিমার রক্তিম লোল জিহবা তাহার মতন প্রতিশোধ বাসনাতেই যেন লক লক করিয়া উঠিয়াছে, কুৎসিত ঘৃণ্য বীভৎস্ত পিশাচ প্রবৃত্তিগণ দেবীর পিপাসা নিবৃত্তির জন্যই যেন নিজ মুক্তপীড়ে অজস্র ধারায় শোণিত ঢালিতেছে ! শক্তিকে দেখিবামাত্র সেই রক্তনিকরকণ্ঠ নৃমুণ্ডগণ সহসা বিকট হাস্তৌচ্ছসিত অধরে যেন তাহার দিকে চাহিল ; তাহার নয়নে নয়ন সংলগ্ন করিয়া কালীকণ্ঠ হইতে একে একে থসিতে লাগিল ; খলিয়া খসিয়া “প্রতিশোধ প্রতিশোধ” শব্দে তাহকে বেষ্টন করিয়া মহোল্লাসে তাওব নৃতা আরম্ভ করিল ! শক্তি তাহাদিগের কর্তৃক আবিষ্ট, হৃতজ্ঞান, আত্মহারা হইয়া তাহাদেরই যেন প্রতিধ্বনি গাহিয়া উত্তেজিত স্বরে বলিয়া উঠিল— "স্থ্য প্রতিশোধ প্রতিশোধ ; আমি প্রতিশোধ চাই!” বালিকার স্বর.কম্পন মন্দির-স্তব্ধতায় মিলাইতে নামিলাইতেই হৃৎকম্পকারী মৃদুগম্ভীর স্বরে দৈববাণী হইল—“তথাস্তু ! তোমার ইচ্ছা পূর্ণ হইবে-তোমা কর্তৃক তাহার উচ্ছেদ সাধিত হইবে।” শক্তি কণ্টকিত দেহে, বিস্ময়বিল্ফারিত নেত্রে গৃহের চতুৰ্দ্দিকে দৃষ্টিপাত করিয়া দেখিল, কোথাও কেহ নাই, সম্মুখে একমাত্র নিৰ্ব্বাক নিস্তন্ধ সেই পাষাণ মূৰ্ত্তি। কিন্তু দেবীর রসনা যেন এখনও কম্পিত হইতেছে, তাহার কটাক্ষযেন রোষযুক্ত—শক্তির সন্দেহে যেন তিনি ক্রুদ্ধ হইয়াছেন। শক্তি কম্পমান হৃদয়ে বলিল, “দেবি ! আমি প্রতিশোধ চাহি, কিন্তু রক্তপাত চাহি না । আমি তাহাকে চাহি; সে আমার হউক, আমাকে এই বর দাও।”