পাতা:ফুলের মালা.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফুলের মালা । 6 x ধাবিত হইয়া স্ব স্ব বিকাশ সাধন করিতে করিতে জগতের বিকাশ সাধন করিয়া চলিতেছে। এই উন্নতি-যাত্রায় পাপ পুণ্য প্রবৃত্তি নিবৃত্তি মুখ দুঃখ কিছুই নিরর্থক নহে। তাহারা ভবসমুদ্রের বিভিন্নরূপী পারনৌকা। তবে কোন পথে কোন নৌকায় কোন যাত্রী এ সমুদ্র পারে যাইবার উপযুক্ত তাঙ্কা, সৰ্ব্বজ্ঞ কাওtল্পী ভূমি, তোমার নিকটেই মাত্র বিদিত। ক্ষুদ্রপৃষ্ট আমরা আদিঅস্ত দেখিতে পাই না তাই তুফান দেখিলেই আতঙ্কে মরি । হে বিপদবারণ কাগুরি, তোমার প্রতি নির্ভরচিত হইলে তার কোন ভয় ডর থাকে না । মি পাপ দিয়া পুণ্য ফুটাও প্রবুfঞ্জ দিয়া নিবৃত্তিতে লইয়া যাও, নিষ্ঠুর হইয়া কঙ্কণী প্রকাশ কর । তোমার মহিমা অপার অগম্য ? তুমি যাহাকে বোঝাও সেই কেবল বোঝে। আমাকে বুঝা ও প্রভু কি উদ্দেঙ্গে এখন ৪ আমার এ সংসারে ভিত্তি! তোমার করুণাবারি সিঞ্চনে যখন এ অধম জীবন ধষ্ঠ করিয়াছ, তখন জীবনের কোন কাজ আর এখনও অসমাপ্ত ?” যোগিনীর চিম্বায়ু বাঘাত ঘটিল। প্রথমে আশ্বপদধ্বনি শ্ল", হইল, তাহার পর দ্বারদেশে উষ্ণাষধারী অশ্বারেীষ্টী এক যবন-মর্টি প্রভাতালোকে আত্মপ্রকাশ করিয়া কহিল, ”বন্দিগি মায়িছি । কামরার বাহিরে আসুন, বাদসাহের মেহেরবাণী জানাইঙ্গে আসিয়াছি।” মায়িজি দ্বারস্থ হইয়া দেখিলেন, অদূরে বৃক্ষতলে একথানি স্বসক্তিত শিবিকার নিকট মার ও সৈন্ত সামস্থ লোকজন ! তিনি দ্বারস্থ অশ্বারোহীকে বলিলেন, “শিবিক কেন ?" মুসলমান ওমরাহ কছিল, “আমাদের বেগমকে লইবার জন্ত ।