পাতা:ফুলের মালা.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফুলের মালা । දළු বলিতে বলিতে সৈনিক অশ্ব হইতে অবতরণ করিল। তাছ দেখিয়া যোগিনী বিপ্লুদ্ধেশে গৃহ নিগুণন্তু হইয়া কালীমন্দিরেব দিকে ছুটিলেন--মন্দিরের নিকটে আসিয়া দেখিলেন, যবনহস্তে ৪স্থ প্লাথিয় শক্তি তাহার সহিন্ত একত্রে মন্দিরমিগত হইতেছে । তিনি হতজ্ঞাণ হুইয়। জি জ্ঞাসা করিলেন, “শক্তি, ও কে ?” শক্তি উত্তর করিল, “যুবরাজ গায়স্কৃদ্ধিন, আমার পরিণত স্বামী ।” যোগিনী চিত্ৰাপিষ্ঠের ন্তায় দড়িষ্টয় রছিলেন । মুসলমান শক্তিকে লইয়া বনপথে অস্তুষ্ঠিত হইলেন । 斜 행 導 . কিছু পরে যোগিনী নজমুখ উন্নত করিয়৷ পূৰ্ব্ব সীমাস্তের নবেদিত অগ্নিময় স্বর্যা-গোলকের প্রতি একপৃষ্ঠে চাহিয়া সতেজে বfললেন, “বিশ্বপতি, আমার জাবমের উদ্ধেগু বুঝিয়ছি। এই অত্যাচার অবিচার-গ্ৰস্ত দেশকে উদ্ধার করাই আমার জীবনের কাজ। কেবল মামার নহে আমাদের উভয়ের জীবনের কার্য্য একই। তাছাকে প্রবৃত্ত্বি পথ দিয়া আমাকে নিবৃত্তি পথ দিয়া, একই ব্ৰতামৃষ্ঠানে তুমি নিয়োজিত করিতেছ। হে ভগবান! छूभि वटे छूमिहे शटे ; छूमि छान छूमिहे ब्राब ; छूमि थदá* তুমিই নিবৰ্ত্তক ; তুমি কৰ্ম্ম ভূমিই ফল, এই বুদ্ধিতে প্রবুদ্ধ করিয়া তোমার উদেশ্ব পূর্ণ করিবার বল আমাকে অর্পণ কর। ওঁ শাস্থিঃ শান্তি: শাস্তি; হরিঃ ওঁ !”