পাতা:ফুলের মালা.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফুলের মালা । బీ సి তুমি আমার, সোণার রংয়ে জোড়া ভুরু, কাল জুলপি চুল। - থাসা নাকে ঠাসা নথ-তাহে নলক স্কুল ৷ বাউট তালিজ রতনচক্র--তুমি সুগোল হাতে। সিপি ঝমকে কণ্ঠহার-ধুকধুfকটি তাতে ॥ মলের ভূমি রুণু ঝুণু, চন্ধহারেল খামী । আমারুপী বেৰ্ছকাবাছি, তোমায় নমি স্বামি | নিরূপম সহসা পশ্চাদিক হইতে বুলিল, “সত্যি রঙ্গিণী এমন g? 必密*空 5 || কঃমিন: বলিল, “ঠিক যেন শুামের পশির মত ।” রঙ্গিণ ফিরিয়। ধাড়াইয়। পলিল, “এই যে পৌরাণী !" নিরূপমা বলিল, “তোর কিন্তু, ভাই, এই গানটা আজ রাজ কুমারকে শোনাতে হবে।” যদিও গণেশদের এখন রাজা, কিন্তু নিরূপম ঠাঙ্গ কে আগেকার অভ্যাস অনুসারে এখন ও রঞ্জি কুমারই বলে ! - রঙ্গিণী বুলিল, “তোমার গান আমি কেন গাব, ভাই ? তুমি অfজ রঞ্জি কে এই গান গেয়ে অভ্যর্থনা করে নিঃ, রাজা যুদ্ধে জিতেছেন---ষ্টা’কে ত বক্সিস দেওয়া চাই!” প্রাণভর আনন্দ ঢাকিতে গিয়া নিরূপমা একটু মোচন লজ্জার হাসি হাসিয়া বলিল, “না, ভাই, তোরা সবাই গাবিআমি ফুলের মালা পরাব ।” কুসুম বলিল, “আমরা ত আগে তোমার গলায় পরাই-ভূমি তারপর তোমার গলার থেকে খুলে রাজার গলায় পরিও ।” বলিয়া হাসিয়া হাসিয়া কেহ রাণীর গলায়, কেছ তাহার হাতে,