পাতা:ফুলের মালা.djvu/৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফুলের মালা । নিরূপমা বলিতে যাইতেছিল “ন, আমি দাসী হব না”— এমন সমর বঁাশিতে গান বাজিল— আমি কি করি, বল, সহচরি ? আমার প্রাণে উঠছে গানের তুফান, আমি গাহিতে নারি! আমার:মনের বাসনা, যে রূর্ণের নাইক তুলনা, যে রূপে পাগল হৃদয় মন, মুগ্ধ ত্রিভুবন,— মনের সাধে দিনে রাতে, সে রূপের স্তুতি গান করি ! গাঁহিব কি, বিন্দে সখি, আমার বঁাশী অরি! আমি চাই, বাশির তানে তাহার প্রাণে করুণা জাগাই ; ‘রাই গে। শরণ দাও”—বলে সে চরণের তলে পরাণ বিকাই। বঁশি আমারে ছলে । বাজাতে গেলে আর কিছু না বলে, শুধু রাধানামে সাধা স্বরে ডাকে কিশোরী!” জামি উপায় কি করি ?