পাতা:ফুলের মালা.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ফুলের মালা । ত্রয়োদশ পরিচ্ছেদ । SAAAAAA AAAA AAAAMS AAAAAS AAAAA AAAA AAAAA পাঞ্জকুমারের সেদিন প্রমোদ ইস্থানে গিয়া ক্রীড়াকৌতুক করিবার BB BBBS BBBBSBBBBSB BBBS BBBBB BBBBBB দিকে দৃষ্টি রাখিয় রাজকুমার একাকী পারান্দায় বসিয়া আছেন। স্বাস্থ্যর মস্তিষ্ক চিন্তালোড়িত, হৃদয় বেদনাপূর্ণ, তাহার মনে হইগেছে “কি করিলাম!—কি করিলে ঠিক হই হ ! ভগবান, কি অপরাধে মামা হইতে তfহার এই দশা ঘটাইলে ! এত ভালবাসার এই পুরস্কার । কি করিলাম-হাঁয়, কি করিলাম !” নিরূপম সহসা পশ্চান্ধিক হইতে আসিয় তাহার চোক টিপিয়া ধরিল। রাজকুমার চমকিয়া অন্তমনে বলিয়া উঠিলেন, “শক্তি !” নিরূপমার বক্ষ কঁপি উঠিল,থতমত থাইয়াসে বলিল, “আমি-নিরূপম৷ ” রাজকুমার তাহার দিকে চাহিয়া বলিলেন, “নিরূপমা ! বস।” ঠিfহার কথায়, তাহfর ভাবে নিরূপম৷ মদ্য দিনের প্রেমাগ্রহের অভাব অনুভব করিল, পার্থীর বুলির মস্ত তাহা যেন তাহার অভ্যস্ত সম্ভাষণবাক্য মাত্র। নিরূপমার চক্ষু জলপূৰ্ণ হইয়া উঠিল, সে না বলিয়া নিস্তন্ধে দাড়াইয়া রছিল। মিরূপমা এখন পঞ্চদশবর্ষীয়া, কিন্তু সরলতাপূর্ণ নির্ভর ভাবে লিঙ্গপমা এখনও ক্ষুদ্র শিশু, তাছার যৌবনোদ্দীপ্ত হৃদয়ভরা প্রেম সেই অল্পনগণ্য সভয় সঙ্কেfচভাবে মিলিত হইয়া এখনও শৈশবকোমল, স্নিগ্ধভাস, নবীনমধুর। কিছুক্ষণ পরে রাজকুমারের হল হইল নিরূপম না বলিয়।