পাতা:ফুলের মালা.djvu/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফুলের মালা । * নিরূপমা আহলাদে বলিয়া উঠিল, “ঐ লাজকুমার” ! কুসুম বলিল, “আচ্ছা রাজকুমার যাকে বলবেন সেই রাণী ।” কামিনী বলিল, “সেই ভাল”। দেখিতে দেখিতে বাশরাধনি থামিয়া গেল-চতুৰ্দ্দশ বৎসরের স্বরূপ সুন্দর একটি বালক সেইখানে আসিয়া দাড়াইল । কুসুম সাগ্রহে জিজ্ঞাসা করিল “রাজকুমার, আচ্ছা তুমি বলকে রাণী ? শক্তি না নিরূপমা ?” কামিনী বলিল, “আমরা রাজারাণী খেলছি। আমি রাণীমা—দিদি সখি, আর নিরূপমা—” কুমুম। না, রাজকুমার ! তুমি বল, কে রাণী ? রাজকুমার। কার রাণী ?--রাজা কে ? দুজনে হাসিয়া বলিল, “সে আবার কে ? এই তুমি রাজা ।” রাজকুমার হাসিয়া বলিলেন, “আমি রাজা! আর কে রাণী ?” নিরূপমা এতক্ষণ ধরিয়া যে ফুলের মালা গাখিয়া ফেলিয়া রাখিয়াছিল, রাজকুমার তাহ উঠাইয়া শক্তির গলায় দিয়া বলিলেন, “এই দেখ ” গৰ্ব্বময় আলাদ-জ্যোতিতে শক্তির বালিক-মুখে যুবতীর গাম্ভীৰ্য্য ঘনীভূত হইল। নিরূপমার চক্ষু দুটি জলে ভরিয়া আসিল । কুমুম কামিনী হাসিয়া দু’জনকে একত্র করিয়া হুলু দিয়া বরণ করিল। পাপিয়া ভঁাজে ভাঁজে তাহার প্রতিধ্বনি গাহিয়া উঠিল। . নিরূপমা যখন দেখিল তাহাদের বিবাহ হইয়া গেল, সে রাণী নহে শক্তিই রাণী, ভখন সাশ্রনয়নে রাজকুমারের নিকট আসিয়া কহিল—“আচ্ছা, আমি তবে লাজকুমারের মালী !”