পাতা:ফুলের মালা.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফুলের মালা ** উত্তেজিত হইয়া উঠিতে চাহিল । সে আর নিস্তন্ধে থাকিতে না পারিয়া বলিল, “জাস্থাপন, আপনার কথায় নির্ভয় দিয়া ইহাকে এখানে আনা হইয়াছে, এ বিশ্বাস ভঙ্গ করিলে আপনার সুনামে কলঙ্ক স্পশিবে, ভবিষ্যতে আর কেহ আপনার কথায় বিশ্বাস করিবে না ।” বাদসহি বলিলেন, “চুপ বেয়াদব ! করিমউদ্দীন, আজ হইতে তুমি সেনাপতি । বেআদব আজিম মা এবং বিদ্রোহী গণেশকে বন্দী কর, বহুদিন পূৰ্ব্বেই উহাদের এই শাস্তি পাওয়া উচিত ছিল।” করিম বলিল, “ষ্ট্ৰাছাপন, দ্বারদেশে বিদ্রোহীর সৈন্স সামস্থ রহিয়াছে, তাহীদের ?” “তাহাদিগকে ও বনী কর" । রাজাঙ্কা প্রতিপালিত হইল । আজিম পা ও গণেশদেবকে করিমউদ্দীন বন্দী করিয়া লইয়া গেল ! মন্ত্রী মস্তকে করাঘাত করিয়া বলিলেন, "সুলতান, করিলেন কি ? নববসহিকে দমন করিবার যে আর উপায় রাখিলেন না । আজিম থাকে ধিন দোষে বন্দী করিলেন । গণেশদেবকে”— বাদসহি তাহার কথা শেষ করিতে না দিয়া বলিলেন, “বিনাদোষে ! তোমার পুত্র বলিয়া উহাকে এতদিন সেনাপতি রাখিয়াছিলাম ; উহার জন্তই ত যত মন ঘটিয়াছে ?” মন্ত্রী বলিলেন, “গণেশদেবকে বন্দী করিলেন--আবার তুষ্ট: দিকে যুদ্ধ ” বাদ সাহ । তোমার বুদ্ধিমুদ্ধি লোপ পাইয়াছে,--গণেশদের বন্দী হুইল যুদ্ধ করিবে কে ? মন্ত্রী । তাছার সৈন্তের । রাজমাতাকে কম বলিয়া বিবেচন।