পাতা:ফুলের মালা.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* બ્ર ফুলের মালা । স্নান বিমর্শ মুখে বলিল, “আজিম গা নাই, পলায়ন করিয়াছে ” “পলায়ন করিয়াছে y” “ši lo : “কোথায় ?” “শুনিতেছি, নবাবসাহু গায় দিনের সিঙ্গিত মলিত হইবে।” বাদসাহের চারিদিকে ঘর বাড়া লোক জল সমস্তই মেন ঘুরিতে লাগিল। তিনি একটু শর্মত হইয়া বলিলেন,—“গণে দেবকে আন ।” উত্তর হইল, “তিনি ও পলাতক !” “তিনি ও পলাতক ! মঞ্জি, মশ্বি, উপায় কি ? উত্তর হইল। "মন্ত্রী এখানে নাই--শুনা যাইতেছে তিনি ও গায়মুদিনের সহিত মিলিত হইবেন ।” বাদসাহের শীতল শোণিত এই কথায় সহসা উষ্ণ হইয়। উঠিল । তিনি উত্তেজিত হইয়া বলিলেন, “কেহ নাই, সকলেই চলিয়া গিয়াছে! আচ্ছা চল ; আমি যাইব । আমি তোমাদের সেনাপতি !” বাদসাহের এই বিপন্ন অবস্থায় সভাসদগণ তাহদের ক্রোধ ভুলিয়া গিয়াছিল--রাজার উত্তেজনাবাক্যে সকলেই উত্তেজিত হুইয়া “সুলতানকি জয়” বলিয়া সোৎসাহে চাংকার করিয়া দণ্ডায়মান হইয়া উঠিল। তখনি যুদ্ধসজ্জা আরম্ভ হইল ; সন্ধ্যার পূৰ্ব্বে তাহার কুচ কবিয়া গায়মুদিনের গতিরোধে অগ্রসর হইল ; পরদিন পিভা পুত্রে সাক্ষাৎ সম্বন্ধে যুদ্ধ বাধিল । এ যুদ্ধের পরিণাম কাহারও অবিদিত নাই। ইতিহাস বহু দিন পূৰ্ব্ব হইতে তাহ ঘোষণা করিয়াছে—তৃতীয় দিনের যুদ্ধে দুর্ভাগ্য বাদসাহের