পাতা:ফুলের মালা.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సి. ফুলের মালা । প্রবাসে পড়ে আছি, বিরহে ছাড় জরে গেল ! তুমি গাও ঠাকুর প্রাণটা তবু ঠাণ্ড হোক" -- ঠাকুর আবার ধরিলেন । ঝিমিকি ঝুম ঝুম নিনাদ মনোরমমুড়মুচ দামিনী পিকাশ--- আমার ধধূস্থ পরবাস-- পরামাণিক বুলিল--"বাছ ষ্ট্র ঠাকুর বাহব, কি বলবে পেল। কিছু হাতে নেই ।” ঠাকুর আনন্দে গাছিয়া চলিলেন—মুন্সি পরামাণিককে বলিল “তাপর তুষ্ট কি স্বপ্ন দেখেছিলি বল ; পরামাণিক বলিল --“যেম আকাশের দক্ষিণদিক লালে লাল হয়ে গেছে!” শু্যামসর্দার । আর তার থেকে রক্ত উছলে মাটি ভেসে যাচ্ছে—কেমন ? পরামাণিক । সে কেমন রক্ত । রক্তে চারিদিকে সমুদ্র বইছে, তার মধ্যে তুফানের মত ঢেউ উঠছে, ঢেউগুলো সব যেন মন্তব, ওমা! হটাৎ দেখি, আমিঃ একটা ঢেউ ! যেমনি দেখা অমনি অস্থয় ঝরে কঁদিতে আরম্ভ করা! এমন সময়, সেই রক্তনদে কমলাসনা ভগবতী মূৰ্ত্তি আবির্ভাব হয়ে বল্পেন—“মাভৈঃ ! মাভৈঃ ! বেটা" অমনি স্বপ্ন ভেঙ্গে গেল । সকলে। তাই ত বড় আশ্চর্যা স্বপ্ন! মূৰ্ত্তি কার মতন মনে চোল ? পর। যেন সন্ন্যাসিনীর মতন ! মুনসী। তাই হবে। তিনিই একবার আমাদের বঁচিয়েছেন ; আর তার প্রসাদে এ যুদ্ধে আমরাই জয়ী হব। এ স্বপ্ন শুম্ভ ।