পাতা:বক্সা ক্যাম্প.djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

 কানে আসিল, বিজয়বাবু জিজ্ঞাসা করিতেছেন, “গোবিন্দ আর কি বলে?”

 অর্থাৎ এই পণ্ডিত ব্যক্তিটি আসলে সরকারের স্পাই কিনা, এইটাই রাম-অবতারের নিকট হইতে তিনি আদায় করিয়া লইতেছিলেন। উত্তরে বিজরবাবু যাহা শুনিলেন, তাহাতে তাঁহার চক্ষুস্থির হইল, আমিও কোনমতে উদাত্ত হাসির মুখে জোরসে ছিপি আঁটিয়া বসিয়া রহিলাম।

 রাম-অবতার সরল মানুষ, সরল মনেই আমাদের বোধগম্য হিন্দিতে যাহা বলিয়াছিল, তাহা এই—“গোবিন্দ বলে, সব বাবু সমান অছে না। কেউ কেউ বোমা মেরে এসেছে, কেউ কেউ সাহেব মেরে, লেখাপড়াও কেউ কেউ জানে। সব বাবু সমান আছে না। কত বাবু চুরি করে, কত বাবু ত্রিহরণ (স্ত্রীহরণ) মামলায় এসেছে, তার ঠিক নাই।” ইত্যাদি।

 রাম-অবতার বিদায় লইতে ছিপি ছাড়িয়া দিলাম, অট্টহাসিতে ঘর দুজনেই ভরিয়া ফেলিলাম। শোন কথা, আমরা নাকি ত্রিহরণ মানলার ধরা পড়িয়া আসিয়াছি।

 বিজয়বাবু বলিলেন, “মহাপুরুষটির খোঁজ নিতে হোল।”

 বিজয়বাবু যখন ঘরে বসিয়া খোঁজ লইবার ইচ্ছা প্রকাশ করিতেছিলেন, ঠিক তখনই নীচে টিফিন-ঘবে গোবিন্দ এক কাণ্ড বাধাইয়া বসিয়াছে। খবরটা একপ্রকার পাখায় ভর করিয়া উপরে, নীচে, ব্যারাকে ছড়াইয়া পড়িল।

 প্যারীবাবু (দাস) যখন চায়ের ঘরে ঢুকিয়াছেন, তখন ভোরের টিফিন-পর্ব শেষ হইয়া গিয়াছে। তিনি বেঞ্চিতে বসিয়া হাঁক দিলেন, “গোবিন্দ, এক কাপ চা দাও।”

 গোবিন্দ চায়ের ঘর হইতে মুখ বাড়াইয়া দেখিয়া লইল এবং উত্তর দিল, “বসুন, দিচ্ছি।” সম্মুখে লম্বা-টানা টেবিল লইয়া প্যারীবাবু অপেক্ষা করিতে লাগিলেন, গোবিন্দ এক কাপ চা আনিয়া সম্মুখে ধরিয়া দিল।

 চায়ে চুমুক দিয়াই প্যারীবাবু জিজ্ঞাসা করিলেন, “চায়ে দুধ দেও নাই।”

 —“না, দুধ নেই।”

১২০