পাতা:বঙ্কিমচন্দ্রের উপন্যাস গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবী চৌধুরাণী (22=R s2(€స్త్ర প্রথম পরিচ্ছেদ “ও পি—ও পিপি—ও প্রফুল্ল—ওপোড়ারমুখী |" “যাই মা ” ম। ডাকিল—মেয়ে কাছে আসিল । "কেন মা ?” ম৷ বলিল—“ধ ন৷—ঘোষেদের বাড়ী থেকে একটা বেগুন চেয়ে নিয়ে আtষু ন " প্রফুল্লমুখী বলিল, “আমি পারিব না। আমার চাইতে লজ্জ করে ।” ম। তবে খাবি কি ? আজ ষে ঘরে কিছু নেই । প্র । তা শুধু ভাত খাব ৷ রোজ রোজ চেয়ে খাব কেন গা ? মা। যেমন অদৃষ্ট করে এসেছিলি, কাঙ্গাল গরিবের চাইতে লজ্জা কি ? প্রফুল্ল কথা কহিল না । মা বলিল, “তুই তবে ভাত চড়াইয়া দে, আমি কিছু তরকারির চেষ্টায় যাই ।” , প্রফুল্ল বলিল, “আমার মাথা খাও, আর চাইতে যাইও না । ঘরে চাল আছে, মুণ আছে, গাছে র্কাচ লঙ্ক আছে—মেয়ে মানুষের তাই ঢের ” অগত্যা প্রফুল্লের মাতা সন্মত হইল। ভাতের জল চড়াইয়াছিল, মা চাল ধুইতে গেল । চাল ধুইবার জন্য ধুচুনী হাতে করিয়া মাতা গালে হাত দিল। বলিল, “চাল কই ?” প্রফুল্লকে দেখাইল, আধমুঠ চাউল আছে মাত্র ; তাহা এক জনেরও বলিল, আধপেট হইবে না। ._ মা ধুচুনী হাতে করিয়া বাহির হইল। প্রফুল্ল বলিল, “কোথা যাও?” মা ! চাল ধার কয়িয়া আনি—নহিলে শুধু ভাতই কপালে যোটে কই ? প্র । আমরা লোকের কত চাল ধারি—শোধ দিতে পারি না—তুমি আর চাল ধার করিও 1 ম। আবাগীর মেয়ে, খাবি কি ? ধরে সে একটি পয়সা নাই । প্র। উপস করিব । ম। উপস করিয়া কয়দিন বাচিবি ? প্র । না হয় মরিব । ম। আমি মরিলে যা হয় করিস্; তুই উপস্ করিয়া মরিবি, আমি চক্ষে দেখিতে পারিব না । যেমন করিয়া পারি, ভিক্ষা করিয়া তোকে খাওয়াইব প্র । ভিক্ষাই বা কেন করিতে হইবে ? এক দিনের উপধাসে মানুষ মরে ন! ৷ এসে না, মায়ে ঝিয়ে আজ পৈতা তুলি । কা’ল বেচিয়া কড়ি করিব । মা । সুতা কই ? প্র । কেন, চরকা আছে । ম। পাজ কই ? তখন প্রফুল্লমুখী অধোবদলে রোদন করিতে লাগিল। মা ধুচুনী হাতে আবার চাউল ধার করিয়া আনিতে চলিল । তখন প্রফুল্ল মা’র হাত হইতে - ধুচুনী কাড়িয়া লইয়া তফাতে রাখিল । বলিল,— “মা, আমি কেন চেয়ে ধার করে খাব—আমার ত সব আছে ?” ম। চক্ষের জল মুছাইয়া বলিল, “সবই ত আছে, মা—কপালে ঘটিল কই ?” প্র । কেন ঘটে না ম{—আমি কি অপরাধ করিয়াছি যে, শ্বশুরের অন্ন থাকিতে আমি খাইতে পাইব না ? মা । এই অভাগীর পেটে হয়েছিলি, এই অপরাধ —আর তোমার কপাল ! নহিলে তোমার অন্ন খায় কে ? প্র । শোন মা, আমি আজ মন ঠিক করিয়াছি —শ্বশুরের অন্ন কপালে যোটে, তবে খাইব –নহিলে আর খাইব না। তুমি চেয়ে চিস্তে যে প্রকারে পার, , আনিয়া খাও । খাইয়া আমাকে সঙ্গে করিয়া । শ্বশুরবাড়ী রাখিয়া আইস । মা ! সে কি মা ! তাও কি হয় ? ७धं । cकन झञ्च माँ भी ?