সাক্ষাৎ করিয়া যাইব । তিনি কি বলেন, শুনিয়া शाइँद ।” ' يتيه
এই বলিয়া প্রফুল্ল বাহিরে আসিল ; দেখিল, তাহার শাশুড়ী তাহার তল্লাস করিতেছেন । প্রফুল্লকে দেখিয়াগিল্পী বলিলেন, “কোথা ছিলে মা ?” প্র । বাড়ীঘর দেখিতেছিলাম । গিল্পী। আহা ! তোমারই বাড়ীম্বর, বাছা—তা কি করব ? তোমার শ্বশুর কিছুতেই মত করেন না।
প্রফুল্পের মাথায় বজাঘাত হইল। সে মাথায় হাত দিয়া বসিয়া পড়িল । কঁাদিল না—চুপ করিয়া রহিল। শাশুড়ীর বড় দয়া হইল। গিন্নী মনে মনে কল্পনা করিলেন—“আর একবার নথনাড়া দিয়া দেখিব।” কিন্তু সে কথা প্রকাশ করিলেন না— কেবল বলিলেন, “আজ আর কোথায় যাইবে ? অাজ এখানে থাক । ক’ল সকালে যে ও ”
প্রফুল্ল মাথা তুলিয়। বলিল, “ত থাকিব—একটা কৃথ ঠাকুরকে জিজ্ঞাসা করিও । আমার মা চরকা কাটিয়া খায়, তাহাতে এক জন মানুষের এক বেলা আহার কুলায় না। জিজ্ঞাসা করিও—আমি কি করিয়া খাইব ? আমি বাগদীই হই, মুচিই হই, তাহার পুত্রবধূ। তাহার পুত্রবধু কি করিয়া দিনপাত করিবে ?”
শাশুড়ী বলিল, “অবশু বলিব ।” প্রফুল্ল উঠিয়া গেল।
তার পর
চতুর্থ পরিচ্ছেদ
সন্ধ্যার পর সেই ঘরে সাগর ও প্রফুল্ল, দুই জনে দ্বার বন্ধ করিয়া চুপি চুপি কথাবার্তা করিতেছিল। এমন সময়ে কে আসিয়া কপাটে ঘা দিল। সাগর জিজ্ঞাসা করিল, “কে গে! ?”
“আমি গো ।”
সাগর প্রফুল্পের গ। টিপিয়া চুপি চুপি বলিল, “কথা কসনে ; সেই কালপেচাটা এসেছে।”
প্র । সতীন ?
সা। ই—চুপ।
যে আসিয়াছিল, সে বলিল, “কে গা ঘরে ? কথা কসনে কেন ? ষেন সাগর বউয়ের গলা শুনিলাম না ?”
সা। তুমি কে গা-যেন নাপিত-বউয়ের গল। শুনিলাম না ? * .
আঃ ! মরণ আর কি !
আমি কি নাপিতबजेcमुद्र भङन ?
লা। কে তবে ভূমি ?
“তোর সতীন। সতীন। সতীন নাম নয়ানুবউr; (বউটর নাম-নয়নতার লোকে তাহাকে “নয়ানবউ” বলিত—সাগরকে “সাগরবউ” বলিত । ) . .
সাগর তখন কৃত্রিম ব্যস্তত্তার সহিত বলিল, “কে ! দিদি । বালাই, তুমি কেন নাপিত বউয়ের মতন হতে যাবে? লে যে একটু ফরলা!”
নয়ান। মরণ আর কি—আমি কি তার চেয়েও কালো ? তা সতীন এমনই বটে—তবু যদি চোঁদ বছরের না হতিস ।
স। তা চোঁদ বছর হলো ত কি হলো—তুমি সতের—তোমার চেয়ে আমার রূপও অাছে, যৌবনও अtिछ् ।
ন। রূপ ষোঁবন নিয়ে বাপের বাড়ীতে বসে য’লে ধুয়ে খাস। আমার যেমন মরণ নাই, তাই তোর কাছে কথা জিজ্ঞাসা করতে এলেম ।
সা | কি কথ। দিদি ? ন । তুই দোর খুলুনি নে, তার কথা কব কি ? সন্ধ্যে রাত্রে দোর দিয়েছিস কেন লা ?
স। আমি ভাই, লুকিয়ে দুটো সন্দেশ খাচ্ছি। তুমি কি খাও না ?
ন। তা খ খ ( নয়ন নিজে সন্দেশ বড় ভালবাসিত ) বলি, জিজ্ঞাসা করিতেছিলাম কি, আবার এক জন এয়েছে না কি ?
সা। আবার এক জন কি ? স্বামী ? ন। মরণ আর কি ! তাও কি হয় ? সা হ'লে ভাল হতো–দুই জনে ভাগ করিয়া নিতাম । তোমার ভাগে নুতনটা দিতাম ।
ন। ছিছি ! ও সব কথা কি মুখে আনে ? সী । মনে ? ন। তুই আমায় যা ইচ্ছ, তাই বলিবি কেন ? সা তা ভাই, কি জিজ্ঞাসা করবে, না বুঝাইয়া বলিলে কেমন করিয়া উত্তর দিই ? o न । दणि, त्रेिझौद्र ना कि श्रांद्र ७कप्लेि दउँ এয়েছে ?
সী । কে বউ ? $ ন। সেই মুচিবউ ? সা। মুচি ? কই, শুনিনে ত । ন। মুচি না হয় বাগদী ! সী । তাও শুনিনে । ন। শোন নি—আমাদর এক জন বাগদী সতীন
আছে ?
সী । কই ? না ।
পাতা:বঙ্কিমচন্দ্রের উপন্যাস গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/২০২
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
