পাতা:বঙ্কিমচন্দ্রের উপন্যাস গ্রন্থাবলী (দ্বিতীয় ভাগ).djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శా নিশাকর দাস সে করালকাল সমান :িরন্ধনীতে বিপন্ন রোহিণীকে পরিত্যাগ করিয়৷

প্লাদ বাজারে আপনার বাসায় আসিয়া to
হইলেন । সেখানে মাধবীনাথ তাহার ź. করিতেছিলেন । মাধবীনাথ গোবিন্দলালের

&করেন নাই । এক্ষণে নিশাকর আসিয়া তাহাকে সবিশেষ বিজ্ঞাপিত করিলেন । শুনিয়া মাধবীনাথ বলিলেন, “কাজ ভাল হয় নাই । একটা খুনখুনি হইতে পারে ” ইহার পরিণাম কি ঘটে, জানিবার জন্ত উভয়ে প্রসাদপুরের বাজারে প্রচ্ছন্নভাবে অতি সাবধানে অবস্থিতি করিতে লাগিলেন । প্রভাতেই শুনিলেন যে, চুণিলাল দত্ত আপনি স্ত্রীকে খুন করিয়। পলাইয়াছে। তাহারা বিশেষ ভীত ও শোকাকুল হইলেন । ভয় গোবিন্দলালের জন্য ; কিন্তু পরিশেষে দেখিলেন, দারোগী কিছু করিতে পারিলেন ন! ! গোবিন্দলালের কোন অনুসন্ধান নাই । তখন তাহারা এক প্রকার নিশ্চিন্তু হইয়া, তথাচ অত্যন্ত বিষণ্ণভাবে স্বস্তানে প্রস্তান করিলেন । একাদশ পরিচ্ছেদ তৃতীয় বংসর ভ্রমর মরে নাই । কেন মরিল না, তাত। জানি না। এ সংসারে বিশেষ দুঃখ এই যে,

  • ~.

মরিবার উপযুক্ত সময়ে কেহ মরে না, অসময়ে সবাই মরে। ভ্রমর ষে মরিল না, বুঝি, ইহাই তাহার কারণ। যাহাই হউক, ভ্রমর উৎকট রোগ হইতে কিয়দংশে মুক্তি পাইয়াছে। ভ্রমর আবার পিত্রালয়ে । মৃাধৰীনাথ গোবিন্দলালের যে সংবাদ অনিয়াছিলেন, তাহার পত্নী অতি সঙ্গোপনে তাহ জ্যেষ্ঠ কন্য। — ভ্রমরের ভগিনীর নিকট বলিয়াছিলেন । তাতার জ্যেষ্ঠ কন্যা অতি গোপনে তাহ দমরের নিকট বলিয়াছিল, এক্ষণে ভ্রমরের জ্যেষ্ঠ ভগিনী যামিনী স্বলিতেছিল, “এখন তিনি কেন হলুদগায়ের বাড়ীতে "মাসিয়া বাস করুন না ? তা হ’লে বোধ হয়, কোন আপদ থাকিবে না।” ভ্রমর । আপদ থাকিবে না কিসে? যামিনী । তিনি প্রসাদপুরে নাম ভাড়াইয়। স্বাস করিতেন। তিনিই যে গোবিন্দলাল বাবু, তাহা ত কেহ জানে না । 蠶 বলিয়া স্বয়ং তাহার নিকট গমন । ৰঙ্কিমচন্দ্রের গ্রন্থাবলী ভ্রমর । শুন নাই কি ষে, হলুদগায়েও পুলিসের লোক র্তাহার সন্ধানে আসিয়াছিল ? তবে আর জানে না কি প্রকারে ? যামিনী। তা না হয় জানিল। তবু এখানে আসিয় আপনার বিষয় দখল করিয়া বসিলে টাকা হাতে হইবে । বাব! বলেন, পুলিস টাকার বশ ] ভ্রমর কাদিতে লাগিল । বলিল, “সে পরামর্শ ভাঙ্গকে কে দেয় ? কোথায় তাহার সাক্ষাৎ পাইব যে, সে পরামর্শ দিব ? বাবা একবার তার সন্ধান করিয়া ঠিকান করিয়াছিলেন—আর একবার সন্ধান করিতে পারেন কি ?” যামিনী । পুলিসের লোক কত সন্ধানী,-- তাহারাষ্ট অহরহ সন্ধান করিয়া যখন ঠিকানা পাইতেছে না, তখন বাবা কি প্রকারে সন্ধান পাইবেন ? কিন্তু আমার বোপ হয়, গোবিন্দলাল বাবু আপনিই হলুদগায়ে আসি বসিবেন । প্রসাদ পুরের সেই ঘটনার পরেই তিনি যদি হলুদগীয়ে দেখা দিতেন, তাহ। হইলে তিনিই যে প্রসাদপুরের বাবু, এ কথায় লোকের বড় বিশ্বাস হইত, এই জন্য বোধ হয়, এত দিন তিনি তাই সেন নাই । এখন আসিবেন, এমন ভরসা করা যায় । লমর । আমার কোন ভরসা নাই । যামিনী । মুদি আসেন ? ভ্রমর । যদি এখানে ত্যাসিলে তাঙ্গার মঙ্গল হয়, তবে দেবতার কাছে আমি ক্যামলোবাক্যে প্রার্থন। করি, তিনি আসুন । যদি না আসিলে ষ্টাঙ্গার মঙ্গল হয়, তবে ক! সুমনোবাক্যে প্রার্থনা করি, আর eজন্ম ষ্টাহার হরিদ্রাগ্রামে ন; অসি। হয় । যা হাতে তিনি নিরাপদে থাকেন. ঈশ্বব তাতাকে সেই মতি দিন । য। । আমার বিবেচনায়, ভগিনি ! তোমার সেইখানে থাক কৰ্ত্তব ! কি জানি, তিনি কোন দিন অর্থের অভাবে আসিয়া উপস্তিত তয়েন ? যদি আমলাকে অবিশ্বাস করিয়৷ তাঙ্গাদিগের সঙ্গে সাক্ষাৎ ন। করেন ? তোমাকে না দেখিলে তিনি ফিরিয়া যাইতে পারেন । ভ্র । আমার এই রোগ। কবে মরি, কবে বঁচি--আমি সেখানে করে আশ্রসে থাকিব ? য। বল যদি, না হয় আমরা কেহ গিয়া থাকিব –তথাপি তোমার সেইখানেই থাক কৰ্ত্তব্য । ভ্রমর ভাবিয়া বলিল, “আচ্ছা, আমি হলুদগায়ে যাইব । মাকে বলিও, কালই আমাকে পাঠাইয়া