২৪ ... " দ্বাদশ পরিচ্ছেদ পরদিন প্রাতে উঠিয়া খরস্রোতা-* জলে যথাবিধি স্নানাহ্নিক সমাপন করিয়া ঐ ও সন্ন্যাসিনী, বিভূতিরুদ্রাক্ষাদিশোভিত হইয়া পুনরপি, “সঞ্চারিণী দীপশিখ”-দ্বয়ের ন্যায় ঐক্ষেত্রের পথ আলো করিয়া চলিল । তৎপ্রদেশবাসীরা সৰ্ব্বদাই নানাবিধ যাত্রীকে সেই পথে যাতায়াত করিতে দেখে, কোন প্রকার যাত্রী দেখিয়া বিস্মিত হয় না, কিন্তু আজ ইহাদিগকে দেখিয়া তাহারাও বিস্মিত হইল । কেহ বলিল, “কি পরি মাইকিনিয়া মানে যাউছন্তি পারা ?” কেহ . বলিল “সে মানে দ্যবিতা হাব।” কেহ আসিয়া প্রণাম করিল, কেহ ধনদৌলত বর মাঙিল। এক জন পণ্ডিত তাহাদিগকে নিষেধ করিয়া বলিল, “কিছু বলিও না, ইহার বোধ হয়, রুক্মিণী সত্যভাম, সশরীরে স্বামিদর্শনে যাইতেছেন । অপরে মনে করিল যে, রুক্মিণীসত্যভাম শ্ৰীক্ষেত্রেই আছেন, তাহাদিগের গমন সম্ভব নহে ; অতএব নিশ্চয়ই ইহারা ঐরাধিক এবং চন্দ্রাবলী, গোপকন্য। বলিয়। পদব্রজে যাইতেছেন । এই সিদ্ধান্ত স্থিরীকৃত হইলে, এক দুষ্ট স্ত্রী বলিল, “হউ হউ ; যা ! যা ! সেঠিরে ত ভোউড়ি অচ্ছি, তুমানস্কে মরি পকাইব ।" এ দিকে ক্রীরাধিক-চন্দ্রাবলী আপন মনে কথোপকথন করিতে করিতে যাইতেছিল । সন্ন্যাসিনী বিরাগিণী প্ৰব্ৰজিতা, অনেক দিন হইতে তাহার সুহৃদ কেহ নাই ; আজ এক জন সমবয়স্ক প্ৰব্ৰজিতাকে পাইয় তাহার চিত্ত একটু প্রফুল্ল হইয়াছিল । এখনও তার জীবন স্রোতঃ কিছু শুকায় নাই, বরং ঐর শুকাইয়াছিল, কেন না, শ্ৰী তঃখ কি, তাহা জানিয়াছিল, সন্ন্যাসী বৈরাগীর দুঃখ নাই । কথাবাৰ্ত্ত যাহা হইতেছিল, তাহার মধ্যে গোট। দুই কথা কেবল পাঠককে শুনান আবশ্যক । সন্ন্যাসিনী । তুমি বলিতেছ, তোমার স্বামী আছেন । তিনি তোমাকে লইয়া ঘরসংসার করিতেও ইচ্ছুক। তাতে তুমি গৃহত্যাগিনী হইয়াছ কেন, তাও তোমায় জিজ্ঞাসা করি না । কেন না, তোমার ঘরের কথা আমার জানিয়। কি হইবে ? তবে এটা জিজ্ঞাসা করিতে পারি কি যে, কখনও ঘরে ফিরিয়া যাইবার তোমার ইচ্ছা আছে কি না ? "ঐ ! তুমি হাত দেখিতে জান ? &
- নদীর নাম ।
সুভদ্ৰা । বঙ্কিমচন্দ্রের গ্রন্থাবলী সন্ন্যা । না । হাত দেখিয়া কি তাহী জানিতে হইবে ? ঐ । ন! । তাহা হইলে আমি তোমাকে হাত দেখাইয়।, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করিয়া সে বিষয় স্থির করিতাম । সন্ন্যা । আমি হাত দেখিতে জানি না । কিন্তু তোমাকে এমন লোকের কাছে লইয়া যাইতে পারি যে, তিনি এ বিদ্যায় ও আর সকল বিদ্যাতেই অভ্রান্ত । ঐ । কোথায় তিনি ? সন্ন্যা। ললিতগিরিতে হস্তিগুম্ফায় এক যোগী বাস করেন । আমি তাহার কথা বলিতেছি । শ্রী । ললিতগিরি কোথায় ? সন্ন্যা । আমরা চেষ্টা করিলে আজ সন্ধ্যার পর পৌছিতে পারি । শ্ৰী । তবে চল । তখন দুষ্ট জনে দ্রুতগতি চলিতে লাগিল । জ্যোতিৰ্ব্বিদ দেখিলে বলিত, আজ বৃহস্পতি শুক্র উভয় গ্রহ যুক্ত হইয়। শীঘ্রগামী ইষ্টয়াছে । * ত্ৰৈয়োদশ পরিচ্ছেদ এক পারে উদয়গিরি, অপর পারে ললিতগিরি, মধ্যে স্বচ্ছসলিল কলোলিনী বিরূপ। নদী, নীল বারিরাশি লইয়া সমুদ্রাভিমুখে চলিয়াছে গিরিশিখরদ্বয়ে আরোহণ করিলে নিয়ে সহস্ৰ সহস্র তালবৃক্ষশোভিত, ধান্ত ব। হরিৎক্ষেত্রে চিত্রিত পুথিবী অতিশয় মনোমোহিনী দেখা যায়-শিশু যেমন মা’র কোলে উঠিলে মা’কে সৰ্ব্বাঙ্গমুন্দরী দেখে, মনুষ্য পৰ্ব্বতারোহণ করিয়া পৃথিবী-দর্শন করিলে সেইরূপ দেখে । উদয়গিরি (বর্তমান আল্তিগিরি ) বৃক্ষরাজিতে পরিপূর্ণ, কিন্তু ললিতগিরি (বর্তমান নালুতিগিরি ) বৃক্ষশৃষ্ঠ প্রস্তরময়। এককালে ইহার শিখর ও সামুদেশ অট্টালিব , স্তুপ এবং বৌদ্ধমন্দিরাদিতে শোভিত ছিল। এখন শোভার মধ্যে শিখরদেশে চন্দনবৃক্ষ, » f# CSIIfEA"IIII accelerated motionUF শীঘ্ৰগতি ৰলে। দুইটি গ্রহকে পৃথিবী হইতে যখন একরাশিস্থিত দেখা যায়, তখন তাহাদিগকে যুক বলা যায়। + এখন বিরূপ৷ অতিশয় বিরূপ । তাহাকে ৰাধিয়া ফেলিয়াছে। ইংরেজের প্রতাপে বৈতরণ স্বয়ং ৰাধাবিরূপাই কে আর কেষ্ট বা কে ?